শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডেও ঘরবন্দি মানুষের অশেষ তৃপ্তি

নাঈমুল ইসলাম খান: [১] কোভিডের সময় শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে পারিবারিক বন্ধনে ফিরে যাওয়া। জনাব নাজমুল হাসান পাপন বলেন, এই সময়ে ঘর বন্দি হয়ে আমরা ধীরে ধীরে পেয়েছি এক আশ্চর্য অনুভূতি।

[২] জনাব পাপন বলেন, শুধু পরিবার নয় পরিবারের বাইরেও বন্ধু ও আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার অবসর পাওয়া গেছে কোভিডের এই ঘরবন্দি সময়ে।

[৩] জনাব পাপন মনে করেন, এই অনুভূতি তার একার নয়। আরও বহুজনের। তিনি বলেন, আমরা যখন ছোট, পিতা তৎকালীন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান-এর কড়া নির্দেশ ছিলো বিশেষ করে রাতে খাবারের টেবিলে পরিবারের সবাইকে উপস্থিত থাকতে হবে একসাথে, অনেক সময় সকালের নাস্তার টেবিলেও সবার দেখা পাওয়া যেতো।

[৪] কিন্তু এক সময় আমরা মেশিনের মতো সকাল থেকে নিশিরাত পর্যন্ত কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমাদের সন্তানরা খাওয়া-দাওয়া করে যার যার কক্ষে। পরিবারের মিলিত হওয়ার অবসর নেই। আক্ষেপ করলেন পাপন।

[৫] কোভিডের কারণে অচিরেই আমরা পরিবারের বন্ডিং ফিরে পেলাম। অনুভ‚তি আদান-প্রদান আবার উদ্বোধন হলো। যেকোনো সমস্যা নিয়ে আমরা এখন পারস্পরিক মিথস্ক্রিয়ায় মেতে উঠি।

[৬] কোভিডের অবসরে আমি যুক্ত হয়েছি এমবিএ’র বন্ধু, সরকারি ল্যাবরেটরি স্কুলের ব্যাচম্যাট, এমনকি কেজি স্কুলের গ্রুপের সাথেও। তিনি বলেন, সে এক অকৃত্রিম আনন্দের ঐশ^র্য।

[৭] জনাব নাজমুল হাসান পাপন চিন্তিত। এক সময়ে কোভিড যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে, আবার যখন মেশিনের মতো দৌড় ঝাঁপ শুরু হবে, তখন কেমন নিষ্ঠুর ভাবে এই অনাবিল আনন্দের প্রাপ্তিগুলো আবার একে একে হারিয়ে যাবে। তিনি এখনই সেই হারানোর বেদনা আগাম অনুভব করছেন। এই প্রতিবেদনের অনুলেখক: ফাহমিদা তিশা

  • সর্বশেষ
  • জনপ্রিয়