সালেহ্ বিপ্লব: [২] জনসাধারণের মাঝে ‘নো মাস্ক নো সার্ভিস" সচেতনতা কার্যকর করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
[৩] মাস্ক বিতরণ ও প্রচারণার উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
[৪] কর্মসূচীর নেতৃত্ব দেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবুসহ সংগঠনের কর্মীরা।