মহসীন কবির : [২] বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
[৩] তিনি বলেন, উন্নতও সমৃদ্ধি দেশ গড়তে প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার। অর্থনীতি সচল রাখতে প্রণোদনাসহ সব ধরনের ব্যবস্থা নয়ো হয়েছে।
[৪] সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
[৫] প্রশাসনের নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়, প্রশাসনিক সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।
[৬] ৫ মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন ১১৬ জন। আয়োজনের শুরুতেই ভালো ফল অর্জন করায় প্রধানমন্ত্রীর পক্ষে সনদ প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।