শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু রোগীদের ৯০ শতাংশই রাজধানীর বাসিন্দা

ডেস্ক রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে ১৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩০ জন রাজধানী ঢাকা এবং ১৫ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন।

এ হিসাবে ৯০ শতাংশ রোগী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে ৩২, ১৫, ২০, ২১, ১৬, ১৯ ও ২২ জন।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১ জন ঢাকার ও একজন ঢাকার বাইরের হাসপাতালে।

এ নিয়ে হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ জরে। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৮৩ জন ও বিভিন্ন বিভাগের হাসপাতালে পাঁচজন ভর্তি হন।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। এ কারণে নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর সংখ্যা বাড়ছে। এহেন করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর সংক্রমণ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোগতত্ত্ব বিশেষজ্ঞ।

তিনি বলেন, দুই সিটি করপোরেশনকে মশকনিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে অধিক নজর দিতে হবে। বিভিন্ন এলাকার বাসিন্দারা বলছেন, ইদানীং মশার উপদ্রব মারাত্মক বৃদ্ধি পেয়েছে। মশার ওষুধ ছিটালেও কাজ হচ্ছে না বলে অভিযোগ তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়