শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু রোগীদের ৯০ শতাংশই রাজধানীর বাসিন্দা

ডেস্ক রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে ১৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩০ জন রাজধানী ঢাকা এবং ১৫ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন।

এ হিসাবে ৯০ শতাংশ রোগী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে ৩২, ১৫, ২০, ২১, ১৬, ১৯ ও ২২ জন।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১ জন ঢাকার ও একজন ঢাকার বাইরের হাসপাতালে।

এ নিয়ে হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ জরে। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৮৩ জন ও বিভিন্ন বিভাগের হাসপাতালে পাঁচজন ভর্তি হন।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। এ কারণে নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর সংখ্যা বাড়ছে। এহেন করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর সংক্রমণ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোগতত্ত্ব বিশেষজ্ঞ।

তিনি বলেন, দুই সিটি করপোরেশনকে মশকনিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে অধিক নজর দিতে হবে। বিভিন্ন এলাকার বাসিন্দারা বলছেন, ইদানীং মশার উপদ্রব মারাত্মক বৃদ্ধি পেয়েছে। মশার ওষুধ ছিটালেও কাজ হচ্ছে না বলে অভিযোগ তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়