শিরোনাম
◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে ◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমের আগেই আলু চাষে ব্যস্ত কুড়িগ্রামের চাষিরা

ডেস্ক রিপোর্ট: এবার দাম বেশি, আবহাওয়াও অনুকূলে। তাই রবি মৌসুম শুরু হতে না হতেই লাভের আশায় আগেভাগে আলুর আবাদে নেমে পড়েছেন কুড়িগ্রামের কৃষক এবং ব্যবসায়ীরা। কৃষি বিভাগ বলছে, জেলায় চলতি মৌসুমে আলুর আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।সময়টিভি

কুড়িগ্রামের ৯টি উপজেলা ঘুরে দেখা যায়, সব উপজেলাতেই পুরোদমে চলছে আলু আবাদের প্রস্তুতি। জমি তৈরি করে ডায়মন্ড, গ্রানুলা, স্টারিস ও কার্ডিনাল জাতের বীজ আলু কেটে প্রস্তুত করার পর রোপণ করা হচ্ছে। চলছে পোকা-মাকড়ের আক্রমণ প্রতিরোধে কীটনাশক স্প্রেও। পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন কৃষক ও বাণিজ্যিকভাবে আলু আবাদকারী ব্যবসায়ীরা।

একজন চাষি জানান, এবার যে আলুর দাম বেড়েছে। তা তো আমরা ভাবতেই পারিনি। তাই এবার বেশি করে আলু চাষ করছি। যেন, সামনের বছর লাভ করতে পারি। আরেকজন জানালেন, তিনি ২ বিঘা জমিতে আলু চাষ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় একটু আগেই চাষবাদ শুরু করেছেন বলেও জানান তারা।

এ অবস্থায় আলু আবাদকারীদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মল্লিকা সেহানবীশ।

জেলায় এবার সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, অক্টোবরে শুরুর দিকে হঠাৎ পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকে আলুর বাজার। প্রতি কেজি আলুর দাম ৫০ টাকা পার হয়ে যায়। এ অবস্থায় আলুর বাজার নিয়ন্ত্রণে গত ২০ অক্টোবর বিকেলে রাজধানীর খামারবাড়িতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনর্র্নিধারণ করে কৃষি বিপণন অধিদফতর। ওই দিন খুচরা পর্যায়ে এক কেজি আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ৭ অক্টোবর প্রতি কেজি আলুর খুচরামূল্য নির্ধারণ করে দেয়া হয়েছিল ৩০ টাকা। একই দিন পাইকারি পর্যায়ে আলুর দাম ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা আর হিমাগার পর্যায়ে ২৩ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়