শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এল আর বাদল : [২] বাংলাদেশের ফুটবলাকাশে এক সময়ের তারকা বাদল রায় আর নেই। দীর্ঘদিন লড়াইয়ের পর আজ রোববার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সারের কাছে হার মানলেন ফুটবল ফেডারেশনের সাবেক এই সহ-সভাপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফুটবল কিংবদন্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া স্পীকার শিরিন শারমীন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শোক জানিয়েছেন।

[৩] জাতীয় দলের এই সাবেক ফুটবলার দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত ১৬ নভেম্বর তার লিভার ক্যান্সার ধরা পড়ে। বাদলের ঘনিষ্ঠ বন্ধু সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার কান্নাজড়িত কণ্ঠে প্রিয় সতীর্থের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

[৪] কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন। এরপর কিডনি জটিলতা দেখা দিলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার লিভার ক্যান্সার ধরা পড়ে। সেটি ছিল চতুর্থ পর্যায়ে। স্কয়ার হাসপাতাল ছেড়ে দিলে পরিবারের পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

[৫] এর আগে গত ১৩ আগস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন বাদল রায়। করোনাকে জয় করলেও ক্যান্সারকে জয় করা হলো না তার। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সিঙ্গাপুরে মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করানো হয়েছিল বাদলের। সেরে উঠে দেশে ফিরলেও স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারান তিনি। ১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন বাদল রায়। তিনি মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খেলেন। দলটির হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা। তথ্য সূত্র, বাফুফে/ সাবেক ফুটবলার আব্দুল গাফফার

  • সর্বশেষ
  • জনপ্রিয়