শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক সন্ধ্যায় চার নাটক মঞ্চস্থ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর নাটক সরণির (বেইলী রোড) মহিলা সমিতি মিলনায়তন এবং সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় মঞ্চায়িত হয়েছে চার নাটক। এর মধ্যে নাট্যশালার মূল মিলনায়তনে দেশের অন্যতম নাট্য সংগঠন ঢাকা থিয়েটার তাদের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকের তৃতীয় প্রদর্শনী করেছে। দেশ রূপান্তর

আনন জামানের লেখা থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। একই সময়ে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সাত্ত্বিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করেছে নাটক ‘পেজগী’। অন্যদিকে স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘ব নাটুয়া’ তাদের ‘মাইক মাস্টার’ নাটকের ২৬তম মঞ্চায়ন করেছে। আবদুল্লাহ আল-মামুনের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন আব্দুল মমিন। মহিলা সমিতি মিলনায়তনে শৌখিন থিয়েটার মঞ্চস্থ করেছে তাদের নতুন নাটক ‘ধূম্রজ্বালা’। অপূর্ব কুমার কু-ুর লেখা এ নাটকটি নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। এই চার নাটকের প্রদর্শনী ঘিরে গতকাল ঢাকার নাট্যাঙ্গন ছিল জমজমাট।

মলিয়রের কমেডি ধারার লেখা থেকে ‘পেজগী’ নাটকটির রূপান্তর করেছেন অপু আমান এবং নির্দেশনা দিয়েছেন কামরুজ্জামান তুপা। অভিনয় করেন মতিউর সুমন, সাহানা সালাম, তুষার, আনিসুর রহমান সেলিম, সগীর মোস্তফা, সীমা মনসুর, এমদাদ সুমন, অথৈ রহমান, ঝুমু, জুঁই, বিজন, বাপ্পী, সুবর্ণা, নাহিদ, মানাম, আঁখি, রোজী, লিজা, রিফাত, লিপি প্রমুখ।

নাটকের গল্পে দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র পেজগী মিয়া প্রকৃতপক্ষে একজন কাঠমিস্ত্রি। তার চরিত্রের বৈশিষ্ট্য হলো মদ খাওয়া, মিথ্যা বলা এবং ইংরেজি বলার ব্যর্থ চেষ্টা চালানো। বউয়ের প্ররোচনায় ঘটনাচক্রে পেজগী মিয়া হয়ে যায় হেকিম। চিকিৎসার দায়িত্ব পড়ে নিরক্ষর বিত্তশালী ব্যক্তি আজগর আলীর একমাত্র বাকশক্তি হারিয়ে ফেলা কন্যা লিপির। লিপি মূলত সম্পূর্ণ সুস্থ। সে তার প্রেমিক আকাশকে পাওয়ার জন্য খালা কুলসুমের কুবুদ্ধিতে এই অসুস্থতার অভিনয় শুরু করে। চতুর পেজগী মিয়া লিপি, আকাশ, আজগর আলী সকলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে নেয়। আকাশ মিয়া হঠাৎ করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে যায়। এতে করে আজগর আলী তার মেয়ে লিপিকে আকাশ মিয়ার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়। কিন্তু হঠাৎ করেই পেজগী মিয়ার সকল জোচ্চুরি ধরা পড়ে এবং সে নাকানি-চুবানি খায়। এভাবে নাটকের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়