শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও ননদ মিলে বৃষ্টি বেগম (১৯) নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনতার সহয়তায় পুলিশ স্বামী রমজান আলীকে গ্রেপ্তার করলেও পালিয়ে গেছে ননদ স্বপ্না বেগম।

[৩] শনিবার (২১ নভেম্বর) সকালে চাবাগান এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় নিহতের বাবা বশিপুরের সাদ্দাম আলী বাদি হয়ে স্বামী রমজান আলী ও ননদ স্বপ্না বেগমকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, সান্তাহার চাবাগান এলাকায় রমজান আলী তার স্ত্রী বৃষ্টি বেগম ও বোন স্বপনা বেগমকে নিয়ে ভাড়া বাসায় থাকতো। বিয়ের পর পারিবারিক কলহ চলে রমজান আলীর সাথে তার স্ত্রীর বৃষ্টির মধ্যে। এরজের ধরে গতকাল শনিবার সকালে ফের কলহের সৃষ্টি হলে স্বামী রমজান আলী ও ননদ স্বপ্না বেগম কৌশলে ভাড়া বাসায় বৃষ্টিকে পিটিয়ে ও শ^াসরোধে হত্যা করে। এরপর স্ত্রী বৃষ্টি আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয়ার উদ্যোশে একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোশনা করেন।

[৫] সেখান থেকে স্বামী ও ননদ পালানোর চেষ্টা কালে স্থানীয় জনতার সহযোগীতায় পুলিশ স্বামী রমজান আলীকে গ্রেপ্তার করলেও কৌশলে ননদ স্বপ্না পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৃষ্টি বেগমকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে প্রকৃত এ হত্যার রহস্য জানা যাবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়