সুজন কেরী: [২] শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর উদ্বোধন করেন।
[৩] এসময় তিনি বলেন, ঢাকাকে আধুনিক ও পরিচ্ছন্ন রাখতে সরকার সব পদক্ষেপ নেয়া হচ্ছে। এসময় আইন আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর তৎপরতায় সিরাজগঞ্জসহ সারা দেশে জঙ্গিদের আইনের আওতায় নেয়া সম্ভব হয়েছে।
[৪] গোল্ডেন মনির গ্রেফতারের বিষয়ে স্বারাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে অভিযান অব্যাতহ থাকবে। যেখানে অনিয়ম সেখানেই অভিযান চলানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।