শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহরুখ-গৌরীর দিল্লির বিলাসবহুল বাড়িতে থাকতে পারবেন ভক্তরা

মুসফিরাহ হাবীব: [২] বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বাংলো 'মন্নত'-এর ঝলক বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। ভক্তরা সেগুলো দেখেছেন। এবার কিং খানের দিল্লির বাড়ি দেখে মুগ্ধ হওয়ার পালা। ভাগ্যবান ভক্তরা শাহরুখ-গৌরীর এই বাড়িতে গিয়ে থাকার সুযোগও পাবেন।

[৩] সম্প্রতি বাড়িটিকে নতুন করে ডিজাইন করেছেন গৌরী খান। দিল্লিতে থাকার সময়ই গৌরীর সঙ্গে শাহরুখের প্রেম হয়েছিল। স্বাভাবিকভাবেই এ শহরের সঙ্গে একটা আলাদা সম্পর্ক রয়েছে এই জুটির। সে কারণে বাড়িটিও দারুণ পছন্দসই জিনিসে ভরিয়ে তুলেছেন অভিনেতা ও তার স্ত্রী।

[৪] শাহরুখ খান সম্প্রতি ইনস্টাগ্রামে সেই বাড়ির কয়েকটি ঝলক শেয়ার করে লিখেছেন, বাড়িটি নতুন করে সাজানো হয়েছে। বাড়ির পাঁচটি ছবি শেয়ার করেছেন শাহরুখ; লিভিং রুম, বেডরুমের ছবিও রয়েছে সেখানে। ছবিগুলো দিয়ে অভিনেতা জানিয়েছেন, তারা এয়ারবিএনবি-র সঙ্গে চুক্তি করেছেন। এয়ারবিএনবি’র মাধ্যমে ওই বাড়িতে গিয়ে দুজন ভক্ত থাকতে পারবেন।

[৫] এয়ারবিএনবি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি খোলসা করে জানিয়েছে, শাহরুখ ও গৌরীর সঙ্গে তাদের দুই ভক্ত এক রাতের জন্য দিল্লির ওই বাড়িতে থাকতে পারবেন। গৌরী নিজেও একটি ভিডিও শেয়ার করে এয়ারবিএনবির সুযোগের কথা লিখেছেন।

[৬] আর তা হচ্ছে,পঞ্চশীল পার্কের ওই বাড়িতে ভক্তদের থাকার জন্য তাদেরকে একটি প্রতিযোগিতায় অংশ নিতে হবে। 'বাড়িতে অসাধারণ আতিথেয়তার সংজ্ঞা কী?' -- এই প্রশ্নের উত্তর তাদেরকে লিখে পাঠাতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। সেখান থেকে বিজয়ী দুজনই পাবেন শাহরুখ-গৌরীর বাড়িতে থাকার সুযোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়