শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ ঘন্টা হাসপাতালে ছিলেন মডেল অভিনেত্রী প্রিয়াংকা জামান

ইমরুল শাহেদ: মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান বৃহস্পতিবার গাজীপুর লোকেশনে মাইনুল ইসলাম খোকন পরিচালিত জোকার নাটকের কাজ শেষ করেই অসুস্থ হয়ে পড়েন। পরিচালক পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে উলুখোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে স্যালাইন দেওয়ার পর এক ঘন্টা পর্যবেক্ষণে রাখেন ডাক্তার। তিনি সুস্থ হয়ে উঠার পর ডাক্তার তাকে ঢাকা ফেরার অনুমতি দেন। সুস্থতা ও অসুস্থতা নিয়ে প্রিয়াংকা জামান বলেন, ‘আমি পানি খাই কম এবং আমার শরীরে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন। আমি এগুলোকে তেমন একটা গুরুত্ব দেই নি এবং রাতদিন নিরলস কাজ করে যাচ্ছিলাম। গাজীপুরে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে।

এই ঠান্ডার ভিতর কাজ করতে গিয়ে দেখলাম আমার হাত পা বারবারই ঠাণ্ডা হয়ে আসছিল। বিষয়টা আমি ইউনিটের কাউকে না বলে কাজ করে যাচ্ছিলাম। শেষ শট দেওয়ার পরই শরীরে অবসাদ নেমে আসে। পরিচালক বুঝতে পেরেই আমাকে হাসপাতালে নিয়ে যান।’ শুক্রবার সকালে তিনি এই রিপোর্টারকে বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ আছি। আসলে আমাকে নিরুপদ্রব বিশ্রাম নেওয়ার দরকার ছিল। সেটা করেছি। এখন ক্লান্তি ঘুচিয়ে পুরোপুরি ফুরফুরে হয়ে উঠেছি।’ শনিবার থেকে এটিএন বাংলার একটি নাটকের শুটিং আছে। সেটির কাজ শুরু করবেন তিনি।

এছাড়া সাম্প্রতিক চূড়ান্ত হওয়া আলেছার কান্না ছাড়াও তিনি তবুও প্রেম দামি, কি করে বলবো প্রিয়তমা এবং আরো একটি ছবিতে কাজ করছেন। তিনি বলেন, ‘আমি মাসের ৩০ দিনে ৩০ দিনই কাজ করতে চাই। একটি দিনও অলস বসে থাকতে চাই না। হাতে নতুন নতুন কাজ আসছে। নির্মাতারা আমাকে প্রয়োজন মনে করেই আসছেন আমার কাছে। আমি তাদের সম্মানিত করতে চাই। এছাড়া কোবিডোত্তর আমাদের জন্য একটা সুন্দর পৃথিবী আসছে। সেটাকে উপভোগ এবং ব্যবহার করতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়