শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ ঘন্টা হাসপাতালে ছিলেন মডেল অভিনেত্রী প্রিয়াংকা জামান

ইমরুল শাহেদ: মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান বৃহস্পতিবার গাজীপুর লোকেশনে মাইনুল ইসলাম খোকন পরিচালিত জোকার নাটকের কাজ শেষ করেই অসুস্থ হয়ে পড়েন। পরিচালক পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে উলুখোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে স্যালাইন দেওয়ার পর এক ঘন্টা পর্যবেক্ষণে রাখেন ডাক্তার। তিনি সুস্থ হয়ে উঠার পর ডাক্তার তাকে ঢাকা ফেরার অনুমতি দেন। সুস্থতা ও অসুস্থতা নিয়ে প্রিয়াংকা জামান বলেন, ‘আমি পানি খাই কম এবং আমার শরীরে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন। আমি এগুলোকে তেমন একটা গুরুত্ব দেই নি এবং রাতদিন নিরলস কাজ করে যাচ্ছিলাম। গাজীপুরে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে।

এই ঠান্ডার ভিতর কাজ করতে গিয়ে দেখলাম আমার হাত পা বারবারই ঠাণ্ডা হয়ে আসছিল। বিষয়টা আমি ইউনিটের কাউকে না বলে কাজ করে যাচ্ছিলাম। শেষ শট দেওয়ার পরই শরীরে অবসাদ নেমে আসে। পরিচালক বুঝতে পেরেই আমাকে হাসপাতালে নিয়ে যান।’ শুক্রবার সকালে তিনি এই রিপোর্টারকে বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ আছি। আসলে আমাকে নিরুপদ্রব বিশ্রাম নেওয়ার দরকার ছিল। সেটা করেছি। এখন ক্লান্তি ঘুচিয়ে পুরোপুরি ফুরফুরে হয়ে উঠেছি।’ শনিবার থেকে এটিএন বাংলার একটি নাটকের শুটিং আছে। সেটির কাজ শুরু করবেন তিনি।

এছাড়া সাম্প্রতিক চূড়ান্ত হওয়া আলেছার কান্না ছাড়াও তিনি তবুও প্রেম দামি, কি করে বলবো প্রিয়তমা এবং আরো একটি ছবিতে কাজ করছেন। তিনি বলেন, ‘আমি মাসের ৩০ দিনে ৩০ দিনই কাজ করতে চাই। একটি দিনও অলস বসে থাকতে চাই না। হাতে নতুন নতুন কাজ আসছে। নির্মাতারা আমাকে প্রয়োজন মনে করেই আসছেন আমার কাছে। আমি তাদের সম্মানিত করতে চাই। এছাড়া কোবিডোত্তর আমাদের জন্য একটা সুন্দর পৃথিবী আসছে। সেটাকে উপভোগ এবং ব্যবহার করতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়