এস এম সাব্বির : [২] সদর উপজেলার গোবরা ইউনিয়নের মাদ্রাসাপাড়া থেকে গত শনিবার রাতে বাড়িওয়ালা মো.নজরুল শেখের ৯বছরের শিশু সন্তান হাফিজুর শেখকে অপহরণ করে নিয়ে যায় তার ভাড়াটিয়া।
[৩] বৃহস্পতিবার ভোর রাতে ৯বছরের শিশু হাফিজুর শেখকে উদ্ধার করেছে পুলিশ।
[৪] অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানায়, সদর থানার এস আই রাসেল আহমেদ ও এ এস আই নওশের এর অংশগ্রহণে পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায় পাবনার সুজানগরী উপজেলার তাতিবন্দ গ্রামে আসামী বাবুল হোসেন (২৫) এর নিজ বসত বাড়িথেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় বাবুলসহ অন্য আসামি রাশেদ শেখ (৪৫) কে আটক করে পুলিশ। বাকি আসামিদের শীঘ্র গ্রেপ্তার করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ