শিরোনাম
◈ সরকার অনুগত সৈন্যরা ঠেকিয়ে দিয়েছে আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থান চেষ্টা ◈ নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে ডিআইজি আবু সুফিয়ান তদন্তের মুখে, পদ থেকে সরিয়ে সদর দপ্তরে স্থাপন ◈ নতুন নেশাসিরাপের সয়লাব: নির্বাচনের ব্যস্ততায় বড় চালান ঢোকানোর টার্গেটে ভারতীয় মাদককারবারিরা ◈ খালেদা জিয়ার সিটিস্ক্যান ও ই‌সি‌জি রি‌পো‌র্ট প‌জে‌টিভ, স্বজন‌দের স‌ঙ্গে কথা বলার চেষ্টা কর‌ছেন ◈ ২০০৬ সা‌লের পর নিজের মা‌ঠেই ‌সেল্টা ভি‌গোর কা‌ছে হার‌লো রিয়াল মা‌দ্রিদ‌  ◈ ‌রিয়াল মা‌দ্রিদে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবা‌প্পের সাম‌নে ◈ ভরিতে ১,০৫০ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর আজ থেকে ◈ কোটিপতির সংখ্যা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু পরিবর্তন ঠেকাতে সবুজ পরিকল্পনা ঘোষণা করলো যুক্তরাজ্য

আসিফুজ্জামান পৃথিল: [২] ২০৩০ এর মধ্যে নিষিদ্ধ হবে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির বিক্রি।  [৩] তবে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, কিছু হাইব্রিড গাড়ি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। জনসন জানান, তারা সবুজ শিল্প বিপ্লব গড়ে তুলতে চান। এর লক্ষেই গাড়ি নিষিদ্ধের এই সিদ্ধান্ত। এটিকে মনে করা হচ্ছে, পরিবেশ রক্ষায় এ যাবতকালের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি। ডেইলি মেইল

[৪] তবে সমালোচকরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে বরাদ্দ করা হয়েছে ৪ বিলিয়ন পাউন্ড। যা একেবারেই অপ্রতুল। অবশ্য এই প্যাকেজে একটি হাই স্পিড রেল প্রকল্প যুক্ত করা হয়েছে। এককভাবে শুধু এটিতেই ব্যয় হবে ১০০ বিলিয়ন ডলার। বিবিসি

[৫] এই পরিকল্পনায় ১০টি পয়েন্ট রাখা হয়েছে। প্রথম পয়েন্টেই বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সকল বাড়িতে শুধুমাত্র বায়ুবিদ্যুৎ সরবরহ করা হবে। এতে সৃষ্টি হবে ৬০ হাজার নতুন চাকরি। হাইড্রোজেন থেকে উৎপাদন করা হবে ৫ গিগাওয়াট বিদ্যুৎ। তৈরি করা হবে ছোট আকারের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। দ্য গার্ডিয়ান

[৬] পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ করে তৈরি করা হবে প্রচুর পরিমাণ চার্জিং পয়েন্ট। হাটা এবং সাইক্লিংকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তৈরি হবে আলাদা রাস্তা। শূণ্য নিস:রণ করে এমন জাহাজ ও উড়োজাহাজ গবেষণায় বিনিয়োগ করা হবে। প্রতিবছর সৃষ্টি করা হবে ৩০ হাজার হেক্টর বনভূমি। দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়