শিরোনাম
◈ নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদনের সুযোগ বাংলাদেশ থেকে ◈ ও‌য়েস্ট ইন্ডি‌জের বিরু‌দ্ধে ৩-০ তে সিরিজ জিতবে বাংলাদেশ, বল‌ছেন স্পিন বো‌লিং কোচ মুশতাক ◈ নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ ◈ আমিই ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি! পা‌কিস্তা‌নে রশিদ খান‌দের না খেলায় ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি ◈ বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে নামা‌নো হ‌লো ১৪ বছ‌রের ক্রিকেটার সূর্যবংশী‌কে ◈ ট্রাম্প‌কে আয়াতুল্লাহ খামেনেয়ী, অন্য দেশে হস্তক্ষেপের পরিবর্তে নিজ দেশে লাখো জনতার ক্ষোভ প্রশমন করুন  ◈ চুক্তিতে না এলে চীনা পণ্যে উচ্চ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের ◈ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শুরু ◈ বিদেশ থেকে বছরে ১০০ গ্রাম স্বর্ণ আনা যাবে শুল্ক ছাড়া ◈ নির্মল বাতাসের স্বীকৃতি পাওয়া রাজশাহী এখন দেশের বায়ুদূষণে শীর্ষে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সাদ উদ্দিন এশিয়ার সেরা ফুটবলারদের তালিকায়

এল আর বাদল : [২] এশিয়ার সেরা দশ ফুটবলারের তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা ফরোয়ার্ড সাদ উদ্দিন। এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দল গত ১০ দিনে যে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সে ম্যাচগুলোতে কারা ভালো পারফরম্যান্স করেছেন তার একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সেই তালিকার ১০ জনের মধ্যে জায়গা পেয়েছেন সাদ উদ্দিন।

[৩] সাদ উদ্দিন ছাড়া অন্য ৯ জনের মধ্যে দু’জন করে ইরান ও ইরাকের এবং একজন করে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের। সেরা ১০ জনের মধ্যে থেকে দর্শকদের ভোটে একজন সেরা নির্বাচিত হবেন। এই ভোট শেষ হবে ২১ নভেম্বর।

[৪] দশজনের তালিকায় থাকা সাদকে নিয়ে এএফসি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘ফুটবল ফিরেছে’ ব্যানারে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া ম্যাচে ২২ বছর বয়সী সাদ উদ্দিন দারুণ পারফরম্যান্স করেছেন, যা দেখে একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা জেগে উঠেছে বাংলাদেশি ভক্তদের মনে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ খেলেছে। যে সিরিজ বাংলাদেশ জিতেছে ১-০ ব্যবধানে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে অতিথি দলটিকে। দ্বিতীয় ম্যাচ ড্র হয়েছে গোলশূন্য।

[৫] দুই ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখান সাদ উদ্দিন। যদিও সিরিজ পুরস্কার পেয়েছেন আরেক ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। প্রথম ম্যাচের দুই গোলের প্রথমটি সাদ উদ্দিনের ক্রস থেকে করেছিলেন নাবিব নেওয়াজ জীবন। দুই ম্যাচে সাদ গোল না করলেও তিনি নেপালের রক্ষণভাগে ত্রাসের সৃষ্টি করতে পেরেছিলেন। - ইটিভি/ বিএফএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়