শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: মানুষ, ক্রিকেটার ছাপিয়ে সাকিব একজন ‘গর্বিত মুসলমান’, এই পরিচয়টাই বড় এখন, এটাই হচ্ছে প্রিয় বাংলাদেশের বাস্তবতা

শওগাত আলী সাগর : সাকিব একজন খ্যাতিমান ক্রিকেটার- এই তথ্যটা সঠিক নয়, সত্যও নয়। সত্য হচ্ছে- সাকিব একজন মুসলমান। সাকিবকে ঘোষণা দিয়ে বলতে হয়- তিনি একজন ‘গর্বিত মুসলমান’। মানুষ, ক্রিকেটার- এসব ছাপিয়ে সাকিব একজন ‘গর্বিত মুসলমান’- এই পরিচয়টাই বড় এখন। এটাই হচ্ছে প্রিয় বাংলাদেশের বাস্তবতা, শেখ হাসিনার বাংলাদেশের বাস্তবতা। ঘটনার শুরু কলকাতায় সাকিব কালি পূজা উদ্বোধন করেছেন- এমন একটি সংবাদে।

একজন সেলিব্রেটি ক্রিকেটার কালি পূজা উদ্বোধন করলে কি ক্ষতি হয়- তা নিয়ে এই বাংলাদেশে আলোচনার সুযোগ নেই। সাকিব আসলেই কালি পূজা উদ্বোধন করেছেন কিনা- তা পরিষ্কার করার দায়িত্বও কোনো মিডিয়া বা তার ভক্তরা কেউ জোড়ালোভাবে নেয়নি। পশ্চিমের খ্রিস্ট্রানদের দেশে ঈদের মাঠে এমনকি মসজিদের ভেতর অনুষ্ঠিত ঈদের জামাতেও অমুসলিম জনপ্রতিনিধিরা আসেন, এসে নামাজীদের উদ্দেশে বক্তৃতা করেন। জনপ্রতিনিধিদের সেখানে আমন্ত্রণ জানিয়েই আনা হয়।

মসজিদের ভেতর ভিন্নধর্মী জনপ্রতিনিধিদের যাওয়া এবং মুসলমানদের ঈদের জামাতে বক্তৃতা করা নিয়ে কোথ্ওা কোনো আপত্তির কথা শোনা যায়নি। সাকিবের হিন্দু ধর্মাবলম্বীদের পূজা ‘উদ্বোধন’ এর খবর প্রকাশিত হলে সাকিবকে ক্ষমা চাইতে হয়, ব্যাখ্যা দিতে হয়- সেখানে তিনি আসলে কি করেছেন।

সাকিবকে প্রতিশ্রুতি দিতে হয়- তিনি আর কখনো এমন কাজ করবেন না। কি চমৎকার একটি দেশ। কিসের ভয় সাকিবকে এভাবে ক্ষমা চাইতে হয়। সেটি কি মুসলমানদের ক্ষোভের কারণেই। সেটি সত্য হলে আমরা যে ইসলামকে শান্তির ধর্ম বলি, সেই বক্তব্যটি কি প্রশ্নের সম্মুখীন হয়ে যায় না। ঢাকার মিডিয়া তো বলছে, এক যুবক ভিডিও বার্তায় সাকিবকে মেরে ফেলার হুমকি দিয়েছে। সাকিবের কালি পূজা উপাখ্যান নিয়ে যতো ক্ষোভ হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলার ঘোষনার বিরুদ্ধে কি ততোটা প্রবল প্রতিবাদ হয়েছে? ঈষৎ সংক্ষেপিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়