শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের বিপক্ষে স্কোয়াডে পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: [২] এ মাসের শেষদিকেই মাঠে গড়াবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজ। যেখানে দুই দল মুখোমুখি লড়াইয়ে নামবে ওয়ানডে, টি-টোয়েন্টি আর টেস্ট সিরিজে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

[৩] ১৮ সদস্যের সেই স্কোয়াডে এবার পরিবর্তন এনেছে অজিরা। নিজের স্ত্রী ও সদ্য নবজাত সন্তানের পাশে থাকতে বোর্ডের কাছ থেকে ছুটি চেয়েছেন কেন রিচার্ডসন। সিএ সেই ছুটি মঞ্জুর করেছে। যার ফলে ভারতের সাদা বলের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পেসার। -দ্যা টেলিগ্রাফ

[৪] ডানহাতি এই পেসারের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যান্ড্রু টাইকে। পেস বোলিং অলরাউন্ডার টাই অজিদের হয়ে ৭ ওয়ানডে ও ২৬টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন। এর আগে ইংল্যান্ড সফরের দলেও ছিলেন তিনি। এছাড়া স্কোয়াডে না থাকলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ফিলিপে ও ডার্সি শর্ট অনুশীলন করেছেন দলের সাথে। মূলত করোনার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিএ।-

[৫] ২৭ নভেম্বর সিডনিতে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। পরবর্তীতে ১ ডিসেম্বর মানুকা ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর সেই মানুকা ওভালেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ৬ ও ৮ ডিসেম্বর যথাক্রমে সিডনিতে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

[৬] অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ,মার্নাস ল্যাবুশানে, মার্কোস স্টোয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ ওয়েড, অ্যালেক্স ক্যারি, অ্যান্ড্রু টাই, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স, মইসেস হেনরিকস, ক্যামরন গ্রীন, জশ হ্যাজলউড, ড্যানিয়েল সামস ও মিচেল স্টার্ক। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়