শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে কাফনের কাপড় পড়ে জেলা প্রশাসন কর্মচারীদের কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট:  বিভাগীয় কমিশনার, জেলা-উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নিতকরণের দাবিতে কাফনের কাপড় পরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি টাঙ্গাইল জেলা শাখার কর্মচারীরা। সময় টিভি

বুধবার (১৮ নভেম্বর) সকালে ৪র্থ দিনের মতো লাগাতার এই কর্মসূচি পালন করছেন তারা।

এসময় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, গত ২০১১ সালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের সকল দাবি নীতিগতভাবে অনুমোদন দেয়। কিন্তু দীর্ঘ দিনেও প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি। এজন্য আবারও আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।

আগামী ৩০ তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কালেক্টরেট সহকারী সমিতির কর্মচারীর নেতারা।

এদিকে লাগাতার কর্মসূচি পালন করায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন। একই কর্মসূচি দেশের বিভিন্ন জায়গাতে পালন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়