শিরোনাম
◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে কাফনের কাপড় পড়ে জেলা প্রশাসন কর্মচারীদের কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট:  বিভাগীয় কমিশনার, জেলা-উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নিতকরণের দাবিতে কাফনের কাপড় পরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি টাঙ্গাইল জেলা শাখার কর্মচারীরা। সময় টিভি

বুধবার (১৮ নভেম্বর) সকালে ৪র্থ দিনের মতো লাগাতার এই কর্মসূচি পালন করছেন তারা।

এসময় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, গত ২০১১ সালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের সকল দাবি নীতিগতভাবে অনুমোদন দেয়। কিন্তু দীর্ঘ দিনেও প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি। এজন্য আবারও আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।

আগামী ৩০ তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কালেক্টরেট সহকারী সমিতির কর্মচারীর নেতারা।

এদিকে লাগাতার কর্মসূচি পালন করায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন। একই কর্মসূচি দেশের বিভিন্ন জায়গাতে পালন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়