শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়নে জটিলতা, মাধ্যমিকে শতভাগ সফলতায় আশাবাদী মাউশি মহাপরিচালক

শরীফ শাওন: [২] ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার করার ক্ষেত্রে সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান ও মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাধ্যমিক শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান কার্যক্রম শুরু হলেও প্রাথমিকে সিলেবাস করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

[৩] প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনছুরুল আলম বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে কার্যক্রম চলমান আছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া এ বিষয়ে বলা যাচ্ছে না।

[৪] অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংক্ষিপ্ত সিলেবাসে প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদানের সময় নেই। তবে টেলিভিশনের মাধ্যমে পাঠদান অব্যাহত রয়েছে।

[৫] জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায়, প্রাইমারিতে শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি, আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাস থেকে বাদ পড়তে পারে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান এবং মূল্যায়ন নিয়ে শঙ্কা থেকেই যায়। তবে স্ব স্ব বিদ্যালয় থেকে মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

[৬] মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, মাধ্যমিক শিক্ষার্থীদের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস চালু হয়েছে, ইতোমধ্যে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন হয়েছে। বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে যাচ্ছি, সকলেই আশানুরুপ কার্যক্রম পরিচালনা করছে। ফলে মূল্যায়ন ব্যবস্থা নিয়ে কোন জটিলতা তৈরি হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়