শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবকাঠামো ও দক্ষ লোকবলের অভাবে আইসিইউ স্থাপন ও ব্যবহার করা যাচ্ছে না: স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম: [২] কোভিড-১৯’র কারণে দেশে আইসিইউ’র চাহিদা বৃদ্ধি পায়। গত ১০ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায়, দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে আইসিইউ ও ভেন্টিলেটরের অভাব রয়েছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, পৃথিবীতে কোন রাষ্ট্র আইসিইউতে স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা উন্নত দেশ না। মধ্যবিত্ত দেশ হিসেবে মানুষের তুলনায় যা আছে তা যথেষ্ট। তবে আমরা আরও বৃদ্ধি করতে যাচ্ছি। বিভিন্ন দেশ থেকে গিফট পাচ্ছি। নিজেরাও কিনেছি।

[৪] স্বাস্থ্য ডিজি বলেন, আমাদের কাছে যে পরিমাণ ভ্যান্টিলেটর ও আইসিইউ’র যন্ত্রাংশ পড়ে আছে তা ব্যবহার করার মত পর্যাপ্ত লোকবল আমাদের নেই। অ্যানাস্থেসিয়া বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন, যা আমাদের নেই। তাছাড়া এই অত্যাধুনিক যন্ত্রাংশ বসানোর জন্য দেশের কোন হাসপাতালে অবকাঠামো আছে তাও দেখতে হবে।

[৫] তিনি বলেন, কিছুদিনের মধ্যে ২ হাজার চিকিৎসক নেয়া হবে। সেখান থেকে অন্তত ৫শ’ চিকিৎসক আইসিইউ পরিচালনার জন্য নিতে হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল বিভাগের প্রধান ডা. ফরিদ মিয়া বলেন, সরকারি ও বেসরকারি কোভিড হাসপাতালগুলোতে আইসিইউ রয়েছে ৫৫৯টি। ৩০৯টি ঢাকায়, চট্টগ্রামে ৩৯টি, বাকিগুলো সারা দেশে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়