শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবকাঠামো ও দক্ষ লোকবলের অভাবে আইসিইউ স্থাপন ও ব্যবহার করা যাচ্ছে না: স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম: [২] কোভিড-১৯’র কারণে দেশে আইসিইউ’র চাহিদা বৃদ্ধি পায়। গত ১০ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায়, দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে আইসিইউ ও ভেন্টিলেটরের অভাব রয়েছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, পৃথিবীতে কোন রাষ্ট্র আইসিইউতে স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা উন্নত দেশ না। মধ্যবিত্ত দেশ হিসেবে মানুষের তুলনায় যা আছে তা যথেষ্ট। তবে আমরা আরও বৃদ্ধি করতে যাচ্ছি। বিভিন্ন দেশ থেকে গিফট পাচ্ছি। নিজেরাও কিনেছি।

[৪] স্বাস্থ্য ডিজি বলেন, আমাদের কাছে যে পরিমাণ ভ্যান্টিলেটর ও আইসিইউ’র যন্ত্রাংশ পড়ে আছে তা ব্যবহার করার মত পর্যাপ্ত লোকবল আমাদের নেই। অ্যানাস্থেসিয়া বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন, যা আমাদের নেই। তাছাড়া এই অত্যাধুনিক যন্ত্রাংশ বসানোর জন্য দেশের কোন হাসপাতালে অবকাঠামো আছে তাও দেখতে হবে।

[৫] তিনি বলেন, কিছুদিনের মধ্যে ২ হাজার চিকিৎসক নেয়া হবে। সেখান থেকে অন্তত ৫শ’ চিকিৎসক আইসিইউ পরিচালনার জন্য নিতে হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল বিভাগের প্রধান ডা. ফরিদ মিয়া বলেন, সরকারি ও বেসরকারি কোভিড হাসপাতালগুলোতে আইসিইউ রয়েছে ৫৫৯টি। ৩০৯টি ঢাকায়, চট্টগ্রামে ৩৯টি, বাকিগুলো সারা দেশে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়