শিরোনাম
◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন ◈ দক্ষ জনশক্তি ও টেকসই উন্নয়নে সমবায় খাত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা ◈ শনিবার খুলছে সেন্টমার্টিনের দ্বার, জাহাজ চালাবেন না মালিকেরা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবকাঠামো ও দক্ষ লোকবলের অভাবে আইসিইউ স্থাপন ও ব্যবহার করা যাচ্ছে না: স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম: [২] কোভিড-১৯’র কারণে দেশে আইসিইউ’র চাহিদা বৃদ্ধি পায়। গত ১০ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায়, দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে আইসিইউ ও ভেন্টিলেটরের অভাব রয়েছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, পৃথিবীতে কোন রাষ্ট্র আইসিইউতে স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা উন্নত দেশ না। মধ্যবিত্ত দেশ হিসেবে মানুষের তুলনায় যা আছে তা যথেষ্ট। তবে আমরা আরও বৃদ্ধি করতে যাচ্ছি। বিভিন্ন দেশ থেকে গিফট পাচ্ছি। নিজেরাও কিনেছি।

[৪] স্বাস্থ্য ডিজি বলেন, আমাদের কাছে যে পরিমাণ ভ্যান্টিলেটর ও আইসিইউ’র যন্ত্রাংশ পড়ে আছে তা ব্যবহার করার মত পর্যাপ্ত লোকবল আমাদের নেই। অ্যানাস্থেসিয়া বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন, যা আমাদের নেই। তাছাড়া এই অত্যাধুনিক যন্ত্রাংশ বসানোর জন্য দেশের কোন হাসপাতালে অবকাঠামো আছে তাও দেখতে হবে।

[৫] তিনি বলেন, কিছুদিনের মধ্যে ২ হাজার চিকিৎসক নেয়া হবে। সেখান থেকে অন্তত ৫শ’ চিকিৎসক আইসিইউ পরিচালনার জন্য নিতে হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল বিভাগের প্রধান ডা. ফরিদ মিয়া বলেন, সরকারি ও বেসরকারি কোভিড হাসপাতালগুলোতে আইসিইউ রয়েছে ৫৫৯টি। ৩০৯টি ঢাকায়, চট্টগ্রামে ৩৯টি, বাকিগুলো সারা দেশে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়