শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবকাঠামো ও দক্ষ লোকবলের অভাবে আইসিইউ স্থাপন ও ব্যবহার করা যাচ্ছে না: স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম: [২] কোভিড-১৯’র কারণে দেশে আইসিইউ’র চাহিদা বৃদ্ধি পায়। গত ১০ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায়, দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে আইসিইউ ও ভেন্টিলেটরের অভাব রয়েছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, পৃথিবীতে কোন রাষ্ট্র আইসিইউতে স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা উন্নত দেশ না। মধ্যবিত্ত দেশ হিসেবে মানুষের তুলনায় যা আছে তা যথেষ্ট। তবে আমরা আরও বৃদ্ধি করতে যাচ্ছি। বিভিন্ন দেশ থেকে গিফট পাচ্ছি। নিজেরাও কিনেছি।

[৪] স্বাস্থ্য ডিজি বলেন, আমাদের কাছে যে পরিমাণ ভ্যান্টিলেটর ও আইসিইউ’র যন্ত্রাংশ পড়ে আছে তা ব্যবহার করার মত পর্যাপ্ত লোকবল আমাদের নেই। অ্যানাস্থেসিয়া বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন, যা আমাদের নেই। তাছাড়া এই অত্যাধুনিক যন্ত্রাংশ বসানোর জন্য দেশের কোন হাসপাতালে অবকাঠামো আছে তাও দেখতে হবে।

[৫] তিনি বলেন, কিছুদিনের মধ্যে ২ হাজার চিকিৎসক নেয়া হবে। সেখান থেকে অন্তত ৫শ’ চিকিৎসক আইসিইউ পরিচালনার জন্য নিতে হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল বিভাগের প্রধান ডা. ফরিদ মিয়া বলেন, সরকারি ও বেসরকারি কোভিড হাসপাতালগুলোতে আইসিইউ রয়েছে ৫৫৯টি। ৩০৯টি ঢাকায়, চট্টগ্রামে ৩৯টি, বাকিগুলো সারা দেশে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়