সাইফুল আরিফ: [২] নেত্রকোনার মোহনগঞ্জ থানার পুলিশ মো. সোহাগ মিয়া (৪০) নামে এক সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেপ্তার করেছে।
[৩] রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ মোহনগঞ্জ উপজেলার আটবাড়ি গ্রামের এজারুল হকের ছেলে।
[৪] পুলিশ জানায়, দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে গাজীপুর এলাকায় পালিয়ে ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
[৬] মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, সোমবার সকালে সোহাগকে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী