নূর মোহাম্মদ : [২] অর্থপাচার ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শর্ত ভঙ্গ করে আবারও জামিন চাইতে গেলে তাদের কারাগারে পাঠানো হয়। আসামিরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোফাজ্জল হোসেন মোল্লা, রাহাত হোসেন, আলাউদ্দিন মোল্লা, রমজান আলী ও পটুয়াখালীর মো. সুমন।
[৩] সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ তাদের কারাগারে পাঠান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আসামিদের বিরুদ্ধে গত বছরের ৯ সেপ্টেম্বর রমনা থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত বছরের ২৪ সেপ্টেম্বরের হাইকোর্ট তাদের চার সপ্তাহের আগাম জামিন দেন।
[৪] তিনি বলেন, জামিনের মেয়াদ শেষে আসামিদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা আত্মসমর্পণ না করে প্রায় এক বছর পর আবারও হাইকোর্টে জামিন নিতে আসেন। বিষয়টি নজরে আসলে হাইকোর্ট তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।