স্পোর্টস ডেস্ক: [২] চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (৪ নভেম্বর) ফেরেন্সভারোসকে ৪-১ গোলে উড়িয়ে দেয়ার পরও জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো সন্তুষ্ট নন। খেলোয়াড়েরা ‘অহংকারী’ হয়ে উঠছে বলে অভিযোগ তার এবং আত্মতুষ্টিতে ভুগছে।
[৩] ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে জোড়া গোল করেছেন আলভারো মোরাতা। স্কোরশিটে নাম লেখান পাউলো দিবালাও। জুভেন্টাসের চতুর্থ গোলটি আসে আত্মঘাতী খাত থেকে। ৯০তম মিনিটে ফেরেন্সভারোস খুঁজে পায় জাল। এনিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে ব্যর্থ ইতালিয়ান চ্যাম্পিয়নরা। - মার্কা
[৪] দল সহজে জিতলেও রক্ষণের এই ফাঁকফোকরের কারণে তাদের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন পিরলো, ‘আমরা ফল নিয়ে সন্তুষ্ট। পারফরম্যান্স দিয়ে এর চেয়ে বেশি কিছু করতে পারতাম না। আত্মতুষ্টির কারণে অনেক ভুল করেছি। আমাদের আরও উন্নতি করতে হবে।
[৫] খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে তার মূল্যায়ন, আমার খেলোয়াড়দের সঙ্গে অনেক কথা বলি, কিন্তু মাঠে তারা নিজেদের মতো খেলে। অহংকারী মনোভাবটা আরও কম হতে পারতো এবং আরও আগেই ম্যাচ শেষ করে দেওয়ার সুযোগ ছিল। - দ্য সান