শিরোনাম
◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় ফিরতে পারবে না বাংলাদেশি শ্রমিকরা

মোহাম্মদ আলী: [২] বুধবার একটি সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, কোভিড -১৯ মহামারীর প্রভাবে দেশটির অভিবাসন নীতি অব্যাহত থাকায় বাংলাদেশ থেকে প্রবাসী কর্মীদের এ মুহুর্তে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

[৩] প্রায় ২৫,০০০ হাজারেরও অধিক শ্রমিক বাংলাদেশে ছুটিতে রয়েছেন। বাংলাদেশে উল্লেখযোগ্য করোনা অক্রান্তের সংখ্যা থাকায় বাংলাদেশসহ ২৩ টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারের নীতিমালার কারণে তারা ফিরে আসতে পারছেননা।

[৪] সংবাদ সম্মেলনে মন্ত্রী আরোও বলেছেন, “বিদেশীদের প্রবেশে মালয়েশিয়ার সীমান্ত বন্ধ রয়েছে। সরকার বিদেশী কর্মীদের প্রবেশের অনুমতি দেবে না যদি না তাদের অভিবাসন বিভাগের অনুমতি না থাকে। এ দিকে মহামারীজনিত কারণে আটকে থাকা কয়েক হাজার অভিবাসী শ্রমিকের সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে।

[৫] গত সোমবার কয়েক হাজার শ্রমিক একটি বিক্ষোভ সমাবেশ করে কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে আসতে। সরকার আশস্ত করলেও মালয়েশিয়া সরকার করোনা নিয়ন্ত্রণে না আসার আগ পর্যন্ত বিদেশিদের প্রবেশের অনুমতি দেবেনা মালয়েশিয়া।

[৬] দেশটিতে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ১,০৩২ জন। মালয়েশিয়ায় এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৪২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত ২৭১ জন।

[৭] করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ১৩ অক্টোবর থেকে রাজধানী কুয়ালালামপুর ও সাবাহ রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়।

[৮] এর আওতায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হয়েছে। বিয়ে ও খেলাধুলার অনুষ্ঠান নিষিদ্ধ করা করা হয়েছে। বিনাপ্রয়োজনে নিজ জেলার বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়