সাদ্দাম হোসেন: [২] জেলার সদর উপজেলা রুহিয়া থানায় পাটিয়াডাঙ্গী এলাকায় বাইসাইকেল ও পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষে আব্দুল কুদ্দুস(৫৮)নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার ঘনিবিষ্টপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
[৩] রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বিকালে আব্দুল কুদ্দুস বাইসাইকেল যোগে উত্তরা বাজারের দিকে যাচ্ছিলেন,পথে ঘনিবিষ্টপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ওই শিক্ষক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া পথে তার মৃত্যু হয়। সম্পাদনা: জেরিন আহমেদ