স্পোর্টস ডেস্ক : [২] সর্বোচ্চ ওয়ানডেতে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়লেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার। ৫২ বছর বয়সী দার টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার রুডি কোয়ার্টজেনকে। এখন পর্যন্ত কোয়ার্টজেন ২০৯টি ওয়ানডে পরিচালনা করেছেন।
[৩] রোববার (১ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে নেমেছেন দার। আর এতেই দক্ষিণ আফ্রিকার আম্পায়ার কোয়ার্টজেনকে টপকে গেলেন তিনি।
[৪] টেস্ট ক্রিকেটেও শীর্ষে অবস্থান করছেন দার। ২০০৩ সাল থেকে এই ফরম্যাটে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করা দার ১৩২টি ম্যাচ পরিচালনা করেছেন। এবার সীমিত ওভারের ক্রিকেটেও রেকর্ডের দ্বারপ্রান্তে এই পাকিস্তানি আম্পায়ার।
[৫] ২০০০ সালে আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু হয় দারের। পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে অভিষেক ঘটে তার। অন্যদিকে, ২০০৩ সালে বাংলাদেশে মাটিতে শুরু হয়েছিল দারের টেস্ট ক্রিকেটের যাত্রা। এছাড়া ২০০৯ সালে টি টোয়েন্টিতে দায়িত্ব পালন করা শুরু করেন তিনি।
- ক্রিকইনফো