শরীফ শাওন: [২] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখা পরিচালক বেলাল হোসেন বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরুর লক্ষ্যে ইতোমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস আপলোড করা হয়েছে।
[৩] মাউশির এক কর্মকর্তা জানান, সংক্ষিপ্ত সিলেবাসের সঙ্গে অ্যাসাইনমেন্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নির্দেশনা দেয়ার কথা থাকলেও কিছু জটিলতার কারণে দেয়া সম্ভব হয়নি। আমরা বিষয়গুলো নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আশা করছি রাতের মধ্যে অথবা আগামীকাল সকাল ১০ থেকে ১১টার মধ্যে নির্দেশনাগুলো সংশোধন করে প্রকাশ করতে পারবো।
[৪] মনিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ অধ্যক্ষ ফরহাদ হোসেন বলেন, মাউশি থেকে দেয়া ফাইল আমরা পেয়েছি। তা ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনায় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হবে। শিগগিরই আমরা পাঠদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি।