আরমান কবীর :[২] বাসাইলে সালিশি বৈঠকে আব্দুল লতিফ (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে গুরুতর আহত করে হত্যা করা হয়েছে।
[৩] শুক্রবার বিকালে উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনা ঘটে।
[৪] বাসাইল থানার ওসি হারুনুর রশিদ এতথ্য জানিয়েছেন।
[৫] তিনি বলেন, চাচাতো ভাই আবু খানের সঙ্গে পুকুরে মাছ চাষ সংক্রান্ত বিরোধের জেরে সালিশে বসেন মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। এতে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবু খান মুক্তিযোদ্ধা লতিফের অÐকোষে চাপ দেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
[৬] তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে রাতেই সেখানে তার মৃত্যু হয়।