শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি-আ.লীগ সব অটো প্রমোশনের পার্টি, কোন দলে গণতন্ত্র নেই: ডা. জাফরুল্লাহ চৌধুরী

মনিরুল ইসলাম: [২] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যারা নতুন ধারার রাজনীতি করতে চান তারা দিনকে দিন বলতে শিখতে হবে। রাজনীতিতে পরিবর্তনের জন্য নিজেদের মধ্যে বিতর্ক করতে হবে। সাধারণ জনগণের জন্য কাজ করার চ্যালেঞ্জ নিতে হবে।

[৩] তিনি বলেন বঙ্গবন্ধু ৭ই মার্চে সঠিক বক্তব্য দিয়েছেন। একজন রাজনৈতিক নেতা পরিস্থিতি ও জনগণের দাবিকে প্রাধান্য দেবেন এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু, শাহ আজিজ, ফজলুল কাদের চৌধুরী এদের খোঁজ খবর নিতেন।

[৪] তিনি আরও বলেন, বিএনপি আওয়ামী লীগ সব অটো প্রমোশনের পার্টি, কোন দলে গণতন্ত্র নেই। এবি পার্টিকে গণতান্ত্রিক হবার চেষ্টা করতে হবে।

[৫] শুত্রুবার এবি পার্টির নেতৃত্ব পর্যায়ের কেন্দ্রীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাফরুল্লাহ চৌধুরী এসব বক্তব্য রাখেন।

[৬] এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে আজ সকাল ১০ টায় ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য কেন্দ্র অডিটরিয়ামে দিনব্যাপী কর্মশালা শুরু হয়।

[৭] এতে বিভিন্ন বিষয়ে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. দিলারা চৌধুরী, সাংবাদিক নোমান ইরফান, প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, এরশাদ হোসেন সাজু, এডভোকেট গোলাম ফারুক, মজিবুর রহমান মন্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া, বিএম নাজমুল হক, সাজ্জাদ হোসেন প্রমুখ।

[৮] ড. দিলারা চৌধুরী বলেন দেশের নাগরিক সমাজের কোন নিরপেক্ষ অবস্থান নেই। সবাই দলান্ধ এবং প্রতিক্রিয়াশীল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়