জামাল হোসেন: [২] চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের অভিযানে জীবননগর সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে এক কেজি গাঁজাসহ এক তরুণকে আটক করেছে পুলিশ।
[২] আটক তরুণ জীবননগর উপজেলার সীমান্ত এলাকার সদর পাড়া গ্রামের জয়নদ্দি আলীর ছেলে মাদক ব্যবসায়ী আশিক(১৭)।
[৩] থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এস আই বাবুল ইসলাম,এএসআই ইমামুল ও শরীফ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সামনে থেকে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আশিককে আটক করেন।
[৪] এ ব্যাপারে জীবননগর থানায় মাদক ব্যবসায়ী আশিকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটা মামলা রুজু হয়েছে। সম্পাদনা: সাদেক আলী