শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর বাঘায় সড়কে ১৫ দিনের ব্যবধানে দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় মিঠুন আলি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন । বৃহষ্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘা পৌরসভার ছাতারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন উপজেলার উত্তর গাঁওপাড়া এলাকার মাছ ব্যবসায়ী আমিরুল ইসলামের ছেলে।

[৩] প্রত্যাক্ষদর্শীরা জানায়, বৃহষ্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মিঠুন একটি মোটরসাইকেল যোগে (এ্যাপাচি আরটিআর ) হরিরামপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ছাতারি (মের্দার পুকুরপাড়) এলাকায় বিপরিত দিক থেকে আসা আলাইপুরের বালু ভর্তি ট্রাক্টর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিঠুনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মাইক্রোযোগে মিঠুনকে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

[৪] এ বিষয়ে বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখান থেকে ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মামলা হলে পরবর্তি আইনি ব্যবস্থ্যা নেয়া হবে।

[৫] এর আগে, ১৫ দিন আগে প্রবাসি এক যুবক উপজেলার চন্ডিপুরে ট্রাক্টর চাপায় নিহত হয়। এর কয়েকদিন পর (দুইদিন আগে ) আহম্মদপুর এলাকায় ভুটভুটির ধাক্কায় ৩ বছরর এক শিশু নিহত হয়।

[৬] স্থানীয়রা জানায়, প্রশাসনের নজরদারির অভাবে বাঘায় অনুমোদনহীন গাড়ির সংখ্যা দিনদিন বেড়েই চলছে। আর ওই সমস্ত ফিটনেসবিহিন গাড়ি, অদক্ষ ও অপরিপক্ক চালক দারা চালানো হচ্ছে। দ্রুতগতিতে চালানো অবৈধ গাড়ি ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সড়ক দুর্ঘটনা প্রানহানীর ঘটনা আরও বড়বে বলেও জানান তারা। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়