শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেশনজটে কয়েক লাখ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট: করোনায় শিক্ষাজীবন নিয়ে চরম অনিশ্চয়তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ লাখ শিক্ষার্থী। আটকে আছে বেশ কয়েকটি বর্ষের ফাইনাল পরীক্ষা। কবে হবে, সেটি নিয়েও অনিশ্চয়তা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা নেয়া সম্ভব নয়। ইনডিপেনডেন্ট টেলিভিশন

করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো অনলাইনে ক্লাস নিলেও আটকে আছে পরীক্ষা। বিশেষ করে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ের পরীক্ষা শেষ না হওয়ায় ফলাফল পাচ্ছেন না তারা। ফলে কোনো চাকরির জন্য আবেদনও করতে পারছেন না। ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ বাকি শুধু ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা। এ কারণে এই শিক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারছেন না চতুর্থ বর্ষে। তৈরি হচ্ছে সেশনজট।

শিক্ষকরা বলছেন, এসব পরীক্ষা না নেয়া হলে শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়বেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, পরীক্ষার সবধরনের প্রস্তুতি নেয়া আছে। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পরীক্ষা নেয়া হবে।

শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের। কোনো অবস্থাতেই অটোপাস দেয়ার ভাবনা নেই তাদের। রিস্থিতি স্বাভাবিক হলে হবে পরীক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়