শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেশনজটে কয়েক লাখ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট: করোনায় শিক্ষাজীবন নিয়ে চরম অনিশ্চয়তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ লাখ শিক্ষার্থী। আটকে আছে বেশ কয়েকটি বর্ষের ফাইনাল পরীক্ষা। কবে হবে, সেটি নিয়েও অনিশ্চয়তা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা নেয়া সম্ভব নয়। ইনডিপেনডেন্ট টেলিভিশন

করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো অনলাইনে ক্লাস নিলেও আটকে আছে পরীক্ষা। বিশেষ করে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ের পরীক্ষা শেষ না হওয়ায় ফলাফল পাচ্ছেন না তারা। ফলে কোনো চাকরির জন্য আবেদনও করতে পারছেন না। ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ বাকি শুধু ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা। এ কারণে এই শিক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারছেন না চতুর্থ বর্ষে। তৈরি হচ্ছে সেশনজট।

শিক্ষকরা বলছেন, এসব পরীক্ষা না নেয়া হলে শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়বেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, পরীক্ষার সবধরনের প্রস্তুতি নেয়া আছে। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পরীক্ষা নেয়া হবে।

শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের। কোনো অবস্থাতেই অটোপাস দেয়ার ভাবনা নেই তাদের। রিস্থিতি স্বাভাবিক হলে হবে পরীক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়