শিরোনাম
◈ ১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ◈ বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু ◈ আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ ◈ আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭০ শতাংশ ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর ◈ আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ ◈ আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ (ভিডিও) ◈ ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় সামাজিক দূরত্বে ম্যাক্রোঁর ছবি, ইসলাম নিয়ে মন্তব্যের প্রতিবাদ (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] ত্রিপোলির একটি স্টোরে ক্রেতারা এসে লাইনে দাঁড়াচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে চিহ্নিত স্থানে। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েলে ম্যাক্রোঁর ছবি, যার ওপর পা রেখে ক্রেতাদের দাঁড়াতে হচ্ছে। অভিনব এ প্রতিবাদ করা হচ্ছে ইসলাম সম্পর্কে ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে। ডেইলি মেইল

[৩] লিবিয়ায় ম্যাক্রোঁর ছবিতে আগুনও দিয়েছে প্রতিবাদকারীরা। বিক্ষোভের সময় তারা এধরনের প্রতিবাদ জানায়। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বাকস্বাধীনতার কারণ দেখিয়ে বলেছিলেন তিনি কার্টুন আঁকা বন্ধ করতে বলবেন না। ইসলামের শেষ নবী (সা:)কে নিয়ে ফ্রান্সে শার্লি হেবদোর আঁকা কার্টুন দেখিয়ে একটি স্কুলে স্যামুয়েল প্যাথি নামে এক শিক্ষক বাকস্বাধীনতার ক্লাস নেয়ার পর তাকে হত্যা করে এক চেচেন যুবক। এরপর পুলিশের গুলিতে সে নিহত হয়। ম্যাক্রো স্যামুয়েল প্যাথিকে ‘হিরো’ হিসেবে অভিহিত করেন।

[৪] শালিং হেবদো ফের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে নিয়ে কার্টুন এঁকেছে যেখানে এরদোগানকে দেখা যাচ্ছে একটি ক্যান হাতে নিয়ে অর্ধনগ্ন হয়ে বসে আছেন এবং আরেক হাতে এক হিজাবপরিহিতা নারীর পিছনের কাপড় তুলে ধরেছেন। এতে ওই নারী নগ্ন শরীর দেখা যাচ্ছে। কার্টুনের নিচে ডান পাশে লেখা রয়েছে ফরাসি ভাসায়, ওহ্ মোহাম্মদ যা এরদোগান বলছেন।

[৫] লিবিয়া ছাড়াও মরোক্কো, মিসর, কুয়েত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশে ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে।

[৬] ত্রিপোলিতে নারীদের একটি কাপড়ের দোকানে ওই অভিনব প্রতিবাদ জানানো হয়। এদিকে প্যারিসে একটি মসজিদও বন্ধ করে দেয়া হয়েছে।

[৭] লিবিয়ায় ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিবাদকারীরা ফ্রান্সের পতাকায় আগুণ ধরিয়ে দেয়। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিশে^র দেড় বিলিয়ন মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানায়।

https://videos.dailymail.co.uk/video/mol/2020/10/28/1847929984897168433/640x360_MP4_1847929984897168433.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়