শিরোনাম
◈ শিলিগুড়ি করিডর প্রসঙ্গে উসকানিমূলক মন্তব্য, ‘চিকেনস নেক’কে হাতি বানানোর ডাক সাধগুরুর ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার খবরটি ‘গুজব’: খলিলুর রহমান ◈ এনিসিপিতে যোগ দিয়েই মুখপাত্র হলেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ নির্বাচনি হলফনামায় জামায়াত আমিরের সম্পদের হিসাব প্রকাশ, ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকাসহ যা আছে ◈ নির্বাচনকেন্দ্রিক বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: আইজিপি বাহারুল আলম ◈ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করলো পশ্চিমবঙ্গ পুলিশ ◈ চলতি বছর সবচেয়ে বেশি দেশে হামলা চালিয়েছে ইসরাইল ◈ ফেব্রুয়ারির নির্বাচনের পর ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা পাক পররাষ্ট্রমন্ত্রীর ◈ ৩০ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা ◈ প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে রোহিঙ্গা শিবিরে ‘নেতৃত্ব পরিষদ’ গঠন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় সামাজিক দূরত্বে ম্যাক্রোঁর ছবি, ইসলাম নিয়ে মন্তব্যের প্রতিবাদ (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] ত্রিপোলির একটি স্টোরে ক্রেতারা এসে লাইনে দাঁড়াচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে চিহ্নিত স্থানে। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েলে ম্যাক্রোঁর ছবি, যার ওপর পা রেখে ক্রেতাদের দাঁড়াতে হচ্ছে। অভিনব এ প্রতিবাদ করা হচ্ছে ইসলাম সম্পর্কে ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে। ডেইলি মেইল

[৩] লিবিয়ায় ম্যাক্রোঁর ছবিতে আগুনও দিয়েছে প্রতিবাদকারীরা। বিক্ষোভের সময় তারা এধরনের প্রতিবাদ জানায়। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বাকস্বাধীনতার কারণ দেখিয়ে বলেছিলেন তিনি কার্টুন আঁকা বন্ধ করতে বলবেন না। ইসলামের শেষ নবী (সা:)কে নিয়ে ফ্রান্সে শার্লি হেবদোর আঁকা কার্টুন দেখিয়ে একটি স্কুলে স্যামুয়েল প্যাথি নামে এক শিক্ষক বাকস্বাধীনতার ক্লাস নেয়ার পর তাকে হত্যা করে এক চেচেন যুবক। এরপর পুলিশের গুলিতে সে নিহত হয়। ম্যাক্রো স্যামুয়েল প্যাথিকে ‘হিরো’ হিসেবে অভিহিত করেন।

[৪] শালিং হেবদো ফের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে নিয়ে কার্টুন এঁকেছে যেখানে এরদোগানকে দেখা যাচ্ছে একটি ক্যান হাতে নিয়ে অর্ধনগ্ন হয়ে বসে আছেন এবং আরেক হাতে এক হিজাবপরিহিতা নারীর পিছনের কাপড় তুলে ধরেছেন। এতে ওই নারী নগ্ন শরীর দেখা যাচ্ছে। কার্টুনের নিচে ডান পাশে লেখা রয়েছে ফরাসি ভাসায়, ওহ্ মোহাম্মদ যা এরদোগান বলছেন।

[৫] লিবিয়া ছাড়াও মরোক্কো, মিসর, কুয়েত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশে ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে।

[৬] ত্রিপোলিতে নারীদের একটি কাপড়ের দোকানে ওই অভিনব প্রতিবাদ জানানো হয়। এদিকে প্যারিসে একটি মসজিদও বন্ধ করে দেয়া হয়েছে।

[৭] লিবিয়ায় ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিবাদকারীরা ফ্রান্সের পতাকায় আগুণ ধরিয়ে দেয়। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিশে^র দেড় বিলিয়ন মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানায়।

https://videos.dailymail.co.uk/video/mol/2020/10/28/1847929984897168433/640x360_MP4_1847929984897168433.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়