সোহাগ হাসান: [২] রাতভর অভিযানে যমুনা নদীর (সিরাজগঞ্জ সদর) অংশ থেকে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ জেলেকে জেল প্রদান করা হয়েছে।
[৩] সোমবার রাত থেকে মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে ১৩ জন জেলেসহ, প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।
[৪] সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, মোবাইল কোর্টের মাধ্যমে ১৩জেলের প্রত্যেককে ১০ দিন করে জেল প্রদান করা হয়েছে এবং আটককৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
[৫] এসময় সার্বিক সহযোগীতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মোঃ আনোয়ার হোসেন, ভূমি অফিস, মৎস্য দপ্তর এর স্টাফবৃন্দ ও সিরাজগঞ্জ আনসার বাহিনীর সদস্যগণ। সম্পাদনা: হ্যাপি