শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে ৮ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন

মনিরুল ইসলামঃ [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ-২০২০’ উপলক্ষে আগামী ৮ নভেম্বর থেকে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে। অধিবেশনের মূল আকর্ষণ থাকবে বঙ্গবন্ধুর উপর রাষ্ট্রপতির স্মারক বক্তৃতা। রাষ্ট্রপতির ভাষণের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা ওই আলোচনায় অংশ নিবেন। করোনা পরিস্থিতির কারণে বিদেশী প্রতিনিধিরা না থাকলেও বঙ্গবন্ধুর উপর আলোচনাকালে বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন।

[৩] সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালে সংসদ অধিবেশনে দু’টি বিশেষ বৈঠক হয়েছিলো।

[৪] এবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদের বিশেষ অধিবেশনে বসছে। আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় এই অধিবেশন বসবে । শুরুতে শোক প্রস্তাব উত্থাপনের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধু বর্ণাঢ্য জীবনের উপর স্মারক বক্তৃতা দেবেন। ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে স্মারক বক্তৃতা অনুমোদন করা হয়েছে।

[৫] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে বিশেষ অধিবেশনের প্রস্তুতি চলছে। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর স্মারক বক্তৃতা করবেন। এরপর সাধারণ আলোচনার জন্য কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে প্রস্তাব উত্থাপন করা হবে। সরকারী দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যদের সাধারণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ থাকবে।

[৬] তিনি বলেন, বিশেষ অধিবেশনে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, বিদেশী কুটনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সমাজের সুশীল সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা সংসদ গ্যালারিতে উপস্থিত থাকবেন।

[৭] বঙ্গবন্ধুকে নিয়ে সংসদের এই বিশেষ অধিবেশনটি বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

[৮] তিনি বলেন, বিশেষ অধিবেশনের আলোচনায় বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি রাজনীতিতে যারা যুক্ত ছিলেন এমন নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। বঙ্গবন্ধুর জীবনের পুরোটাই যাতে আলোচনায় উঠে আসে সেদিকে খেয়াল রেখেই আলোচনা হবে। এই আলোচনার মাধ্যমে বিশ্ববাসীসহ আগামীর প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এক বিশেষ ব্যক্তির জন্মবার্ষিকীতে সংসদের বিশেষ অধিবেশন ও তাকে নিয়ে আলোচনা দৃষ্টান্ত থাকবে। বঙ্গবন্ধুর উপর আলোচনা শেষে বিল পাসসহ অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম চলবে বলেও তিনি জানান।

[৯] বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর কর্মময় ও বর্ণাঢ্য জীবনের উপর আলোচনার জন্য ইতোমধ্যে সংসদ সদস্যরা প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।

[১০] উল্লেখ্য, এরআগে গত ২২ মার্চ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। এরপর বাজেট অধিবেশনসহ তিনটি অধিবেশন বসে।

[১১] এদিকে, বিশেষ অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার যেখানে বসেন, তার পেছনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো হয়েছে। উচ্চ আদালত হাই কোর্টের আদেশে এই প্রতিকৃতি টানানো হয় বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়