শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প পুননির্বাচিত হলে বাদ পড়তে পারেন ক্রিস্টোফার রে, গিনা হাস্পেল ও মার্ক এস্পার

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ ট্যাবলয়েড মিরর’এর এ প্রতিবেদনে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘এক্সিকিউশন লিস্ট’ চূড়ান্ত করে রেখেছেন। আগামী তেসরা নভেম্বর নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হলে ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিতে হবে এফবিআই প্রধান ক্রিস্টোফার রে, সিআইএ প্রধান গিনা হ্যাস্পেল ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারকে। তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত হননি। তাই ট্রাম্প প্রশাসন থেকে এদের ছেঁটে ফেলবেন মার্কিন প্রেসিডেন্ট।

[৩] হোয়াইট হাউসের একটি সূত্র মার্কিন ওয়েবসাইট এ্যাক্সিওসকে জানায় রে এবং হ্যাস্পেল প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠদের কাছে অবিশ^স্ত ও তুচ্ছ মনে হচ্ছে। নির্বাচন সামনে না থাকলে এতদিন তাদের ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিতে হত।

[৪] ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ইউক্রেনে ব্যবসা সম্পর্কে এফবিআই’এর তদন্ত নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ক্রিস্টোফর রে’এর ওপর খুবই বিরক্ত।

[৫] এছাড়া ট্রাম্প তার এই বিনিয়োগ উপদেষ্টা ও ৫০ বছর বয়স্ক আইনজীবীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অসন্তষ্ট।

[৬] এফবিআই’এর শীর্ষ কর্মকর্তা ২০১৬ সালের নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি অভিমত দিলে ট্রাম্প তার ওপর চটে যান। গত সেপ্টেম্বরে রে সিনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির কাছে অনুরুপ মন্তব্য করেছিলেন।

[৭] আরেকটি সূত্র জানিয়েছে সিআইএ প্রধান হ্যাস্পেলের কাজে হোয়াইট হাউস অনেক হেরফের দেখতে পেয়েছে। যা তার আচরণকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে।

[৮] দাঙ্গার সময় রাস্তায় সেনা নামাতে না চাওয়ায় প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারের ওপর ভীষণ ক্ষুব্ধ হয়ে আছেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়