শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৪:৪৭ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার দ্বিতীয় দফার সংক্রমণে বিপর্যস্ত দেশগুলো, স্পেনে কারফিউ

লিহান লিমা: [২]ভাইরাসের পুনঃসংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রোববার থেকে দেশজুড়ে জরুরি অবস্থা ও কারফিউ আরোপের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ। ইতালির প্রধানমন্ত্রী জুসেপে কন্তে সংক্রমণ হ্রাস করতে নতুন বিধি-নিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন। দ্য গার্ডিয়ান

[৩]ইউরোপে দৈনিক সংক্রমণ ২ লাখ ২০ হাজার ছাড়িয়ে যাচ্ছে। ফ্রান্সে ২৪ ঘণ্টায় ৫২ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১১৬ জন। ইতালিতে ২৪ ঘণ্টায় ২১ হাজার নতুন শনাক্ত হয়েছেন, মারা গিয়েছেন ১২৮ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডে পূর্বের চেয়ে ১০ হাজার বেশি নতুন রোগী শনাক্ত হয়েছেন।

[৪]জুনের পর এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার করোনার হটস্পট ভিক্টোরিয়ায় একজনও করোনা শনাক্ত হয় নি।

[৫]যুক্তরাষ্ট্রে প্রতিদিন নতুন করোনা সংক্রমণ ৮০ হাজার ছাড়িয়ে যাচ্ছে। ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ ও ৪জন সহকারী করোনা শনাক্ত হয়েছেন।

[৬]বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস করোনার টিকার ক্ষেত্রে দেশগুলোকে একাত্ম হওয়ার আহŸান জানিয়েছেন। বার্লিনে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রত্যেক দেশ নিজের নাগরিকদের সুরক্ষা চাইবে এটিই স্বাভাবিক কিন্তু কার্যকরী টিকা হাতে পাওয়া গেলে সেটি সব দেশের কিছু মানুষের কাছে পৌঁছাতে হবে, একটি দেশের সব মানুষের কাছে নয়।’

[৭]যুক্তরাষ্ট্রের মহামারী বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউচি বলেছেন, ‘তিনি আশা করছেন এ বছরের ডিসেম্বরের মধ্যে টিকা কার্যকরী ও সুরক্ষামূলক কি না তা জানা যাবে। তবে আগামী বছরের দ্বিতীয় ও তৃতীয়াংশে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়