শিরোনাম
◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান!

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ‘নিরাপদ ও কার্যকর’ কোভিড ভ্যাকসিন আসছে নভেম্বরের শেষে জানালেন ফাউচি

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ও সংক্রমণ বিশেষজ্ঞ ড. এ্যান্থনি ফাউচি বলেছেন নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ‘নিরাপদ ও কার্যকর’ কোভিড ভ্যাকসিনের জন্যে অপেক্ষা করতে হবে। বিবিসি’র সাংবাদিক এ্যান্ড্রু মারকে ফাউচি বলেন ওই সময়ের মধ্যে কোভিড ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর কি না সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ডেইলি মেইল/বিবিসি

[৩] যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ৫০ কোটি এ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিনের জন্যে আগাম অর্ডার দিয়ে রেখেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির তত্ত্বাবধানে এ ভ্যাকসিনের ট্রায়াল চলছে।

[৪] এ্যান্ড্রু মার শো’তে ফাউচি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প যে বলেছেন ভ্যাকসিন শীগ্রই আসছে তা সঠিক। ৪০ কোটি এ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন কিনতে যুক্তরাষ্ট্র অক্সফোর্ড ইউনিভার্সিটিকে এক বিলিয়ন ডলার দিয়েছে।

[৫] ফাউচি এও জানান, ডিসেম্বরে ভ্যাকসিন পাওয়া গেলেও সবার জন্যে তা নিশ্চিত করা সম্ভব হবে না। এজন্যে আগামী বছরের আরো কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

[৬] ফাউচি বলেন ভ্যাকসিন তখনি বাজারে ছাড়া হবে যখন তা নিরাপদ ও কার্যকর কি না তা নিশ্চিত হওয়া যাবে। প্রথমে সীমিত পর্যায়ে এ ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। কারা তা পাবেন তা ঠিক করা হবে।

[৭] ফাউচি বলেন এ ভ্যাকসিন কোভিড ভাইরাস থেকে মানুষকে রক্ষার জন্যে নির্দিষ্ট সময়ের জন্যে কাজ করবে। একই সঙ্গে ভাইরাস প্রতিরোধে অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলা ও সতর্কতা অবলম্বনের প্রয়োজন পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়