শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আধুনিক ভ্যাকসিন তৈরিতে ভালো উদ্যোগ নিয়েছে গ্লোব-বায়োটেক : ডা. মুশতাক হোসেন

মোহাম্মদ হাসান : [২] বুধবার ডিবিসি টিভির ‘পুলিশের ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা রোধে হাইকোর্টের ৭ নির্দেশনা’ টকশো অনুষ্ঠানে আইইসিডিআরের উপদেষ্টা এ কথা বলেন।

[৩] তিনি বলেন, বাংলাদেশে ভ্যাকসিন তৈরির জন্য চেষ্টা করা হচ্ছে। তবে প্রাণীর দেহে ভ্যাকসিনটি কতোটুকু কার্যকরী হয়েছে। তার ফলাফল পর্যবেক্ষণ করছে আইসিডিআরবি। মানবদেহে প্রথম পর্যায় ভ্যাকসিন ট্রায়ালের কাজ শুরু হয়েছে। সব কাজগুলো ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।

[৪] ডা. মুশতাক হোসেন বলেন, গ্লোব-বায়োটেক বিশ্বের আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মের্ডোনা কোম্পানি কাজ করছে। আমরা ধারণা করছি, ভ্যাকসিনটি ভবিষ্যতে অনেকগুলো রোগমুক্তির জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তবে এ ভ্যাকসিন আবিষ্কারে সফলতা না আসলেও, বৈজ্ঞানিকদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে। যা ভবিষতের জন্য কাজে লাগবে।

[৫] তিনি বলেন, আরএনএ ভ্যাকসিন সফল হলে, আমরা ল্যাবরেটরিতে মিলিয়ন মিলিয়ন ডোজ অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবো। তবে প্রধান চ্যালেঞ্জ হলো, এখনো নতুন ভ্যাকসিন আবিষ্কার হয়নি। কিন্তু বাংলাদেশে সেই যাত্রাই সামিল হয়েছে। আন্তর্জাতিক গবেষণায় বাংলাদেশের আইইডিসিআরেরই সফলতা আসবে।

[৬] তিনি আরও বলেন, গ্লোব-বায়োটেক প্রতিনিয়ত প্রাণীর দেহের ট্রায়াল করছে। ভ্যাকসিন প্রয়োগ করার পর তাদের অবস্থা কী, তার পর্যালোচনা করছে। এটি মানবদেহে কার্যকরী হবে কিনা, সেই বিষয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে, তার প্রয়োগের জন্য আবেদন করা হবে। তারপর তা পুনরায় পর্যালোচনা করবে বাংলাদেশ মেডিকেল রির্সাচ কাউন্সিল। সম্পাদনা : রাশিদ ও মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়