শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আধুনিক ভ্যাকসিন তৈরিতে ভালো উদ্যোগ নিয়েছে গ্লোব-বায়োটেক : ডা. মুশতাক হোসেন

মোহাম্মদ হাসান : [২] বুধবার ডিবিসি টিভির ‘পুলিশের ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা রোধে হাইকোর্টের ৭ নির্দেশনা’ টকশো অনুষ্ঠানে আইইসিডিআরের উপদেষ্টা এ কথা বলেন।

[৩] তিনি বলেন, বাংলাদেশে ভ্যাকসিন তৈরির জন্য চেষ্টা করা হচ্ছে। তবে প্রাণীর দেহে ভ্যাকসিনটি কতোটুকু কার্যকরী হয়েছে। তার ফলাফল পর্যবেক্ষণ করছে আইসিডিআরবি। মানবদেহে প্রথম পর্যায় ভ্যাকসিন ট্রায়ালের কাজ শুরু হয়েছে। সব কাজগুলো ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।

[৪] ডা. মুশতাক হোসেন বলেন, গ্লোব-বায়োটেক বিশ্বের আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মের্ডোনা কোম্পানি কাজ করছে। আমরা ধারণা করছি, ভ্যাকসিনটি ভবিষ্যতে অনেকগুলো রোগমুক্তির জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তবে এ ভ্যাকসিন আবিষ্কারে সফলতা না আসলেও, বৈজ্ঞানিকদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে। যা ভবিষতের জন্য কাজে লাগবে।

[৫] তিনি বলেন, আরএনএ ভ্যাকসিন সফল হলে, আমরা ল্যাবরেটরিতে মিলিয়ন মিলিয়ন ডোজ অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবো। তবে প্রধান চ্যালেঞ্জ হলো, এখনো নতুন ভ্যাকসিন আবিষ্কার হয়নি। কিন্তু বাংলাদেশে সেই যাত্রাই সামিল হয়েছে। আন্তর্জাতিক গবেষণায় বাংলাদেশের আইইডিসিআরেরই সফলতা আসবে।

[৬] তিনি আরও বলেন, গ্লোব-বায়োটেক প্রতিনিয়ত প্রাণীর দেহের ট্রায়াল করছে। ভ্যাকসিন প্রয়োগ করার পর তাদের অবস্থা কী, তার পর্যালোচনা করছে। এটি মানবদেহে কার্যকরী হবে কিনা, সেই বিষয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে, তার প্রয়োগের জন্য আবেদন করা হবে। তারপর তা পুনরায় পর্যালোচনা করবে বাংলাদেশ মেডিকেল রির্সাচ কাউন্সিল। সম্পাদনা : রাশিদ ও মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়