শিরোনাম
◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি ◈ মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দখল-দূষণে অস্তিত্বহীন রাজধানীর খাল, সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের

শিমুল মাহমুদ: [৩] ঢাকা ওয়াসার নথিতে রাজধানীর মান্ডা খালের প্রস্থ ৫০ ফুট। দখলের ফলে বর্তমানে প্রস্থ দাঁড়িয়েছে ১০ থেকে ১২ ফুটে। এর একাংশ দখল করে রাস্তা, পারাপারের জন্য বানানো হয়েছে অসংখ্য কালভার্ট।

[৪] জিরানী খালের প্রস্থ ৮০ ফুট, যা বর্তমানে দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ ফুটে। খালের পাড়জুড়ে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট, কারখানা, গ্যারেজ, টিন ও পাকা দালান ঘর। একই অবস্থা রামচন্দ্রপুর, কাটাসুর, আদি বুড়িগঙ্গাসহ ঢাকা ওয়াসার অধীনে থাকা ২৬ খালের।

[৫] রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের গবেষণা বলছে, রাজধানীতে ৭৪ টির অধিক খাল রয়েছে। পানির দায়িত্বে আছে পানি উন্নয়ন বোর্ড। ওয়াসার বাইরে কিছু খালের দায়িত্বে রয়েছে স্থানীয় ডিসি অফিস। বাকি গুলোর দায়িত্বে কে তা প্রতিষ্ঠান গুলোই জানে না।

[৬] ডেল্টা রিসার্চের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, রাজধানীর এমন কোনো খাল নেই যা দখলে নেই। সরকারের উচিৎ খালগুলোর তালিকা করে নদী গুলোর মতো ডিমারগেশন করা।

[৭] নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, খালের মাঝখানে কালভার্ট ও রাস্তা করার কাজ রাষ্ট্রই করেছে। এগুলো রক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এজন্য সমন্বিত নকশা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর সমন্বিত উদ্যোগ দরকার।

[৮] স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, সিটি করপোরেশন এ কাজ করতে অপারগতা প্রকাশ করায় দায়িত্ব দেয়া হয় ওয়াসাকে। খালগুলো ওয়াসা, পূর্ত মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কাছে আছে। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়