শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ লিগে লিভারপুলকে জয়ে ফেরালেন ফিরমিনো

স্পোর্টস ডেস্ক : [২] পিছিয়ে পড়া দলকে ম্যাচে ফেরালেন রবের্তো ফিরমিনো। বিরতির পর জালের দেখা পেলেন দিয়োগো জোতা। শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে দুই ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেল লিভারপুল।

[৩] অ্যানফিল্ডে ২৪ অক্টোবর শনিবার ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। গত মৌসুমে লিগে দুই দলের লড়াইয়ে এখানে ২-০ গোলে জিতেছিল কোচ ইয়ুর্গেন ক্লপের দল।

[৪] গত সপ্তাহে আয়াক্সকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করা লিভারপুল লিগে জয়ে ফেরার লক্ষ্যে প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো। ডি-বক্সের ভেতর সাদিও মানের শট ক্লিয়ার করেন শেফিল্ডের এক ডিফেন্ডার।

[৫] খেলার ধারার বিপরীতে ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় সফরকারীরা। ডি-বক্সের লাইনের ওপর অলি ম্যাকবার্নিকে লিভারপুলের ফাবিনিয়ো ফাউল করায় রেফারি শুরুতে ফ্রি-কিক দিলেও ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে বল জালে পাঠাতে ভুল করেননি সান্দের বের্গ। ৪১তম মিনিটে সমতা টানেন ফিরমিনো। ডান দিক থেকে সতীর্থের ক্রসে মানের জোরালো হেড গোলরক্ষক ফেরানোর পর খুব কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

[৬] ৬১তম মিনিটে মোহামেদ সালাহ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি লিভারপুল। একটু পরই অবশ্য জোতার গোলে এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে মানের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রথম তিন ম্যাচ জয়ের পর অ্যাস্টন ভিলার মাঠে ৭-২ গোলে হেরেছিল লিভারপুল। এরপর ড্র করে তারা এভারটনের মাঠে। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ক্লপের দল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এভারটন।- বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়