শিরোনাম
◈ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ◈ পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত; যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা ◈ জাতীয় নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মু‌খোমু‌খি বিএনপি ◈ বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে ◈ ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয় ◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে দলবদ্ধ ধর্ষণ মামলায় আরও দুইজন গ্রেপ্তার

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘির সান্তাহার বাসা থেকে আত্মীয়ের বাসায় যাবার পথে এক নারী (২০) গনধর্ষণ মামলায় আরও দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো, সান্তাহার রথবাড়ির সৈয়ম আলীর ছেলে জহুরুল ইসলাম (২৫) ও আইয়ুব আলীর ছেলে নাহিদ (২৫)। গত শুক্রবার রাতে মামলার তদন্তকারি সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনিছুর রহমান ঢাকার কারাঙ্গীচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। এ নিয়ে এ মামলায় মোট ৫জন আসামীকে গ্রেপ্ততার করা হয়।

[৪] উল্লেখ্য: আদমদীঘির সান্দিড়া গ্রামের ওই নারী শখের পল্লী বিনোদন কেন্দ্রে ভাজা বিক্রির করে জীবিকা নির্বাহ করতেন। বিগত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ওই নারীকে তিয়রপাড়া ব্রিজের নিকট ৮/৯ জনের একদল বখাটে যুবক পথরোধ করে চাকুর ভয় দেখিয়ে টেনে হেচড়ে নির্জন স্থানে নিয়ে গনধর্ষণ করে।

[৫] পরে পথচারীরা ওই নারীকে দমদমা গ্রামের খালের বাঁধ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গনধর্ষনের শিকার নারী নিজেই বাদি হয়ে ৫জনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা করেন। এ মামলায় পুলিশ সম্প্রতি জুয়েল, মমিন ও রেজোয়ান নামের তিনজনকে গ্রেফতার করে।

[৬] এরপর গত ২৩ অক্টোবর রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে জহুরুল ইসলাম ও নাহিদকে গ্রেপ্তার করে। ওসি জালাল উদ্দীন জানান, শনিবার (২৪ অষ্টোবর) আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়