শিরোনাম
◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস ◈ সুদানে আতঙ্ক, ফাশি শহ‌রের কসাই কে এই আবু লুলু?

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে দলবদ্ধ ধর্ষণ মামলায় আরও দুইজন গ্রেপ্তার

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘির সান্তাহার বাসা থেকে আত্মীয়ের বাসায় যাবার পথে এক নারী (২০) গনধর্ষণ মামলায় আরও দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো, সান্তাহার রথবাড়ির সৈয়ম আলীর ছেলে জহুরুল ইসলাম (২৫) ও আইয়ুব আলীর ছেলে নাহিদ (২৫)। গত শুক্রবার রাতে মামলার তদন্তকারি সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনিছুর রহমান ঢাকার কারাঙ্গীচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। এ নিয়ে এ মামলায় মোট ৫জন আসামীকে গ্রেপ্ততার করা হয়।

[৪] উল্লেখ্য: আদমদীঘির সান্দিড়া গ্রামের ওই নারী শখের পল্লী বিনোদন কেন্দ্রে ভাজা বিক্রির করে জীবিকা নির্বাহ করতেন। বিগত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ওই নারীকে তিয়রপাড়া ব্রিজের নিকট ৮/৯ জনের একদল বখাটে যুবক পথরোধ করে চাকুর ভয় দেখিয়ে টেনে হেচড়ে নির্জন স্থানে নিয়ে গনধর্ষণ করে।

[৫] পরে পথচারীরা ওই নারীকে দমদমা গ্রামের খালের বাঁধ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গনধর্ষনের শিকার নারী নিজেই বাদি হয়ে ৫জনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা করেন। এ মামলায় পুলিশ সম্প্রতি জুয়েল, মমিন ও রেজোয়ান নামের তিনজনকে গ্রেফতার করে।

[৬] এরপর গত ২৩ অক্টোবর রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে জহুরুল ইসলাম ও নাহিদকে গ্রেপ্তার করে। ওসি জালাল উদ্দীন জানান, শনিবার (২৪ অষ্টোবর) আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়