শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে র‌্যাবের হাতে ধর্ষক আটক

আব্দুল্লাহ আল আমীন: [২] র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ অভিযান চালিয়ে ময়মনসিংহ সদরের চর হাসাদিয়া এলাকায় চেতনানাশক ওষুধ মেশানো দই খাইয়ে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জাকারিয়া (২০) নামের এক যুবককে আটক করেছে।

[৩] বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে সদরের দাপুনিয়া বাজারের ঘাগড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক জাকারিয়াকে আটক করেন র‌্যাব সদস্যরা।

[৪] র‌্যাব-১৪’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, গত ১৯ অক্টোবর (সোমবার) রাত ৯টার দিকে সদরের ওই এলাকায় প্রতিবেশী জাকারিয়া ৪টি দই নিয়ে ওই কিশোরী ও তার ছোট বোন এবং তাদের নানীকে খেতে দেয়। দই খাওয়ার পরপরই একে একে সবাই অচেতন হয়ে পড়ে। এ সুযোগে অচেতন কিশোরীকে ধর্ষণ করে জাকারিয়া। পরদিন সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করার পর ভুক্তভোগীর সাড়া শরীরে ব্যথা অনুভব করায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় গুরুত্ব দিয়ে র‌্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে ছায়া তদন্ত ও আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই দিনের মাথায় সদরের দাপুনিয়া বাজারের ঘাগড়া মধ্যপাড়া এলাকা থেকে অভিযুক্ত আসামি জাকারিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১৪।

[৬] গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়