শিরোনাম
◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত ◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (ভিডিও) ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা ◈ প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে পাচারের পাঁচ বছর পর কিশোর কিশোরী দেশে ফেরত

জিসান আহমেদ: [২] অবৈধ পথে বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া বাংলাদেশি দুই কিশোরী ও এক কিশোরকে পাঁচ বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

[৩] বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫ টার সময় ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেয়।

[৪] ফেরত আসা বাংলাদেশিরা হলেন, মুন্সিগঞ্জের দেওপাড়া বড়বাড়ি গ্রামের শিউলি আক্তার (১৬),যশোরের তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের আল আমিন বিশ্বাস (১৭), নড়াইলের মালিয়াট গ্রামের জুতি রায় (১৬)।

[৫] এসময় বিজিবি জানান, ফেরত আসা বাংলাদেশি কিশোর কিশোরীদের কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি নামে একটি এনজিও সংস্থ্যা তাদেরকে গ্রহন করবে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।

[৬] জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে ৫ বছর আগে এরা ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সেখানকার একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে কলকাতার হাবড়ার একটি শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে এদের দেশে ফেরার ব্যবস্থা হয়।

[৭] বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির যশোর শাখার প্রগাম অফিসার রেখা বিশ্বাস জানান, পাচারের শিকার কিশোর,কিশোরীদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাই তাহলে তাদের আইনি সহয়তা করবেন বলেও জানান তিনি।

[৮] বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়