শিরোনাম
◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে ◈ শেখ হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার ◈ নির্বাচনের আগে ঢাকা-১০সহ তিন আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা? ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ভিড়: সোয়া ১০ হাজার পদের জন্য আবেদন বাড়তে পারে সাড়ে ৭ লাখে

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে পাচারের পাঁচ বছর পর কিশোর কিশোরী দেশে ফেরত

জিসান আহমেদ: [২] অবৈধ পথে বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া বাংলাদেশি দুই কিশোরী ও এক কিশোরকে পাঁচ বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

[৩] বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫ টার সময় ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেয়।

[৪] ফেরত আসা বাংলাদেশিরা হলেন, মুন্সিগঞ্জের দেওপাড়া বড়বাড়ি গ্রামের শিউলি আক্তার (১৬),যশোরের তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের আল আমিন বিশ্বাস (১৭), নড়াইলের মালিয়াট গ্রামের জুতি রায় (১৬)।

[৫] এসময় বিজিবি জানান, ফেরত আসা বাংলাদেশি কিশোর কিশোরীদের কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি নামে একটি এনজিও সংস্থ্যা তাদেরকে গ্রহন করবে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।

[৬] জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে ৫ বছর আগে এরা ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সেখানকার একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে কলকাতার হাবড়ার একটি শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে এদের দেশে ফেরার ব্যবস্থা হয়।

[৭] বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির যশোর শাখার প্রগাম অফিসার রেখা বিশ্বাস জানান, পাচারের শিকার কিশোর,কিশোরীদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাই তাহলে তাদের আইনি সহয়তা করবেন বলেও জানান তিনি।

[৮] বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়