শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতাকে ভাল করার মন্ত্র বলে দিলেন লারা

স্পোর্টস ডেস্ক: [২] অন্যান্যবারের তুলনায় আইপিএলের এবারের আসরে একেবারেই দর্শকদের প্রত্যাশা মেটাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। বুধবার তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ৮৪ রান করতে পেরেছিল।

[৩] শেষ পর্যন্ত ম্যাচ হারে ৮ উইকেটে। টেবিলে এখন চতুর্থ স্থানে থাকলেও নেট রানরেট ভালো নয় দলটির। তার ওপর দলের সার্বিক যে পারফরম্যান্স তাতে প্লে-অফ খেলা নিয়ে শঙ্কা আছে যথেষ্ট। এ অবস্থায় ব্রায়ান লারা মনে করেন কলকাতা দলে কোনো একটা সমস্যা রয়েছে।

[৪] ক্যারিবিয়ান কিংবদন্তি লারা বর্তমানে ব্যস্ত আইপিএলের অফিশিয়াল ব্রডকাস্টারদের হয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে। মুম্বাইয়ে এই মুহূর্তে তাদের স্টুডিওতে ব্যস্ত তিনি।

[৫] কলকাতাকে নিয়ে বলতে গিয়ে লারা বলেছেন, দলটির নানা অগোছালো চিত্র তার মোটেও ভালো লাগছে না।

[৬] এর মধ্যে অধিনায়ক দিনেশ কার্তিককে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ।

[৭] নতুন অধিনায়ক হয়েছেন ওয়েন মরগান। সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে ভারতীয় বোর্ডের ছাড়পত্র পেলেও এখনো পর্যন্ত তাকে ছাড়াই খেলেছে কলকাতা।

[৮] এরমধ্যে চোটের কবলে পড়েছেন আন্দ্রে রাসেল। ব্যাট-বল হাতে কয়েকজন ছাড়া বাকিদের পারফরম্যান্স একেবারে শোচনীয়। সব মিলিয়ে বেশ বেকায়দায় কলকাতা।

[৯] নারিনকে বসিয়ে রাখাটা মোটেও ভালো লাগছে না বলে জানিয়েছেন লারা। এ ছাড়া মাঝ পথে অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে বলেন, কলকাতার সমস্যা কখনই অধিনায়কত্ব ছিল না।

[১০] আমার মনে হয়, তারা নিজেদের উপর অহেতুক চাপ তৈরি করছে। ওদের ভিতরে ভিতরে কিছু একটা হচ্ছে, যা হওয়াটা উচিত নয়।

[১১] লারা আরও বলেন রাসেলকে রান পেতে হবে। যে কেউই দলের অধিনায়কত্ব করতে পারবেন, তবে ওর রান পাওয়াটা ভীষণ জরুরি। - আইপিএল নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়