লিহান লিমা: [২] ব্রাজিলের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য করোনাভাইরাস ‘ভ্যাকসিন ক্যান্ডিডেন্ট’-এর ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য নজরদারি সংস্থা (আনভিসা) এই মৃত্যুর খবর জানিয়েছে। তবে এই ঘটনায় ব্রাজিলে টিকার ট্রায়ালে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। আল জাজিরা/সিএনএন
[৩]ট্রায়ালে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত গোপনীয়তা এবং ক্লিনিক্যাল ট্রায়ালের নিয়মের জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবকের মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেয় নি।
[৪]সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ব্যক্তি রিও ডি জেনেরিওর বাসিন্দা। কোভিড-১৯ জটিলতার জেরেই ২৮ বছরের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা।
[৫]অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে, ‘উল্লেখযোগ্য সব মেডিক্যাল ঘটনা খতিয়ে দেখা হবে। এ নিয়ে উদ্বেগের কারণ নেই। ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থা- আনভিসাও ট্রায়াল চালিয়ে যাওয়ার পক্ষেই মত দিয়েছে।’
[৬]ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ যারা নিয়মিত ভাইরাসের সংস্পর্শে আসছেন, মূলত তাদের উপরই করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ব্রাজিলে এ পর্যন্ত আট স্বেচ্ছাসেবীর উপর ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে।
[৭]এর আগে সেপ্টেম্বরের শুরুতে অক্সফোর্ডের টিকার ট্রায়াল চলাকালীন ব্রিটেনে এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় সাময়িকভাবে ট্রায়াল বন্ধ রাখা হয়।