রাহুল রাজ : [২] বয়স সবে ১৯। এরই মধ্যে স্পিন ছোবলে প্রতিপক্ষকে নীল করে দিতে শিখে গেছেন নাঈম হাসান। ২০১৮ সালের নভেম্বরে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন বাংলাদেশের এই ডানহাতি অফ স্পিনার।
[৩] আর তাইতো তার ভবিষ্যত উজ্জ্বল দেখছেন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নাঈম দুর্দান্ত, সে সত্যিই দারুণ এক বোলার।
[৪] বল স্পিন করানোর পাশাপাশি অসাধারণ কিছু বৈচিত্র্য আছে তার বোলিংয়ে এবং তার টপ স্পিন ডেলিভারিটাও খুব ভালো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
[৫] ডান হাতি অফ স্পিনার হিসেবে নাথান লায়ন কি করেছে তা সবারই জানা। নাঈমও তার বল রিলিজ পয়েন্ট অনুসরণ করতে পারে। অন্য সব স্পিনারের মতো নাঈমও প্রচুর পরিশ্রম করে। আমি মনে করি, অলরাউন্ডার হিসেবে সব ফরম্যাটেই বড় এক ভবিষ্যৎ আছে তার মাঝে।
[৬] তিনি আরও জানান, সে এমন এক ছেলে, যাকে নজরে রাখতে হবে। শেষ বার জিম্বাবুয়ের বিপক্ষে খুব ভালো করেছে সে। তাই আশা করছি সামনে বেশি করে সুযোগ পাবে। সে, তাইজুল এবং মিরাজ মিলে ভয়ঙ্কর এক স্পিন ত্রয়ী গঠন করতে পারে।