শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব ফরম্যাটে নাঈমের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন ভেট্টোরি

রাহুল রাজ : [২] বয়স সবে ১৯। এরই মধ্যে স্পিন ছোবলে প্রতিপক্ষকে নীল করে দিতে শিখে গেছেন নাঈম হাসান। ২০১৮ সালের নভেম্বরে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন বাংলাদেশের এই ডানহাতি অফ স্পিনার।

[৩] আর তাইতো তার ভবিষ্যত উজ্জ্বল দেখছেন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নাঈম দুর্দান্ত, সে সত্যিই দারুণ এক বোলার।

[৪] বল স্পিন করানোর পাশাপাশি অসাধারণ কিছু বৈচিত্র্য আছে তার বোলিংয়ে এবং তার টপ স্পিন ডেলিভারিটাও খুব ভালো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[৫] ডান হাতি অফ স্পিনার হিসেবে নাথান লায়ন কি করেছে তা সবারই জানা। নাঈমও তার বল রিলিজ পয়েন্ট অনুসরণ করতে পারে। অন্য সব স্পিনারের মতো নাঈমও প্রচুর পরিশ্রম করে। আমি মনে করি, অলরাউন্ডার হিসেবে সব ফরম্যাটেই বড় এক ভবিষ্যৎ আছে তার মাঝে।

[৬] তিনি আরও জানান, সে এমন এক ছেলে, যাকে নজরে রাখতে হবে। শেষ বার জিম্বাবুয়ের বিপক্ষে খুব ভালো করেছে সে। তাই আশা করছি সামনে বেশি করে সুযোগ পাবে। সে, তাইজুল এবং মিরাজ মিলে ভয়ঙ্কর এক স্পিন ত্রয়ী গঠন করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়