শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুব্রত বিশ্বাস: কেন মানুষ অনাহারে, অথচ গুদামে খাদ্য নষ্ট হচ্ছে?

সুব্রত বিশ্বাস: দেশকে অন্যায় ক্ষেত্র না বানিয়ে পরিকল্পনা মাফিক একটি দায়িত্বশীল দেশ তৈরি করুন। এই মহামারিতে দেশের শত শত মানুষ চরম অর্থনৈতিক সংকটে, তাদের চলছে চরম দুঃসময়। এই সময়ে শাসকের বা সমাজ সেবকদের দায়িত্ব অনেক। দেশে এমন মুহূর্তে কোনো বিবাদমান পরিস্থিতি তৈরি না হোক। দেশ সেবা সমস্ত গন্ডির ঊর্ধ্বে। শাসকের দরকার জনগণের প্রতি পারস্পরিক মমতা শ্রদ্ধা ও শান্তিপূর্ণ মানসিকতা। দেশের শাসকরা প্রতিনিধিত্ব করেন দেশের জনগণের। একটি বিশিষ্ট দায়িত্ব পাললের। সুতরাং তাদের বাক্য আচরণ হতে হবে ন্যায়ের পরকাষ্ঠায় পূর্ণ। এই মহামারিতে শক্তিধর দেশগুলোর মুখ থুবড়ে পড়ছে,স্বাস্থ্য মাফিয়াদের মুনাফা লোলুপতা, তা আজ অস্বীকার করা কঠিন।

জানি না ভ্যাকসিন নিয়ে কী খেলা হবে। ‘আমার সৃষ্ট দানবরা আজ আমাদেরই খেতে এসেছে’। তবে বাজার অর্থনীতির ধারক-বাহকরা যারা তাদের মানবিকতা যেন লোপ না পায়, তাদের মনুষ্যত্ব যেন টলে না যাই। সমস্যা সমাধানের নিদায় হলো দায়িত্বশীলতা। চারিদিকে ধনতন্ত্রেরে ভূত। লোভের ভূত। পুঁজির মালিক, পুঁজি খাটায় কোন লক্ষ্যে। নিজের মুনাফা, নাকি জনসেবা। কেন মানুষ অনাহারে, অথচ গুদামে খাদ্য পচছে? ‘ধনতন্ত্রকে রাষ্ট্রকে আর কবে দায়িত্বশীল করে তুলবে’ উদ্বৃত্ত মূল্যের তত্ত্বে পুঁজিপতির অতিরিক্ত সম্পদের রহস্য বা শ্রমিকের প্রাপ্য মূল্য বঞ্চনায় কেন, থাকে। যে ধনতন্ত্র সমাজ, সভ্যতা, বিজ্ঞান সমস্ত কিছু বিকাশের অন্তরায়ে উপনীত, তাকে আঁকড়ে বিপত্তারণের ব্যর্থ চেষ্টা কেন বারবার হয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়