শিরোনাম
◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসিয়ানের নেতৃত্বে দূর্বলতার কারণেই দেখা দিয়েছে রোহিঙ্গা সঙ্কট: প্রতিবেদন

আসিফুজ্জামান পৃথিল: [২] নেতৃত্বের অভাবে আসিয়ান মিয়ানমারের করা রোহিঙ্গা নীপিড়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুরোপুরি ব্যর্ত হয়েছে। ১০ সদস্যের সংগঠনটি বড় ধরণের মানবাধিকার লঙ্ঘন সামাল দিতে কার্যত ব্যর্থ হয়েছে। মঙ্গলবার এই গ্রুপের আঞ্চলিক আইন প্রণেতাদের তৈরি প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। রেডিও ফ্রি এশিয়া

[৩] আসিয়ান পার্লামেন্টেরিয়ান ফর হিউম্যান রাইটস বলেছে, আসিয়ান নিজেদের প্রাতিষ্ঠানিক কাঠামোর খতি করেছে। এর ফলেই মিয়ানমার স্থানী সদস্যের বীধিমালা ভাঙলে সক্ষম হয়েছে। এই অন্যায় কাছে কোনও আসিয়ান সদস্য বাাঁধা দেবার সামর্থ্য রাখেনি। এই প্রতিবেদনে সরাসরি জার্কার্তার আসিয়ান সচিবারয় ও সদস্য দেশগুলোকে দায়ি করা হয়েছে। স্ট্রেইটস টাইমস

[৪] প্রতিবেদনে বলা হয়েছে, ‘আসিয়ানের দায়িত্ব ছিলো হস্তক্ষেপ করা। বাংলাদেশ যেভাবে ক্ষতিগ্রস্থ হলো, কোনও আসিয়ান দেশের সঙ্গে তা হলে সংগঠনটি কি চুপ করে বসে থাকতো? নিশ্চয়ই নয়। এই সমস্যা আন্তর্জাতিক। আসিয়ানের দায়িত্ব ছিলো তা সমাধানে ভূমিকা রাখা। আমরা এক্ষেত্রে ভয়াবহভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছি।’ দ্য ইরাবতি

[৫] মিয়ানমার শত শত বছর ধরে সেখানে বসবাস করা রোহিঙ্গাদের এমনকি নাগরিক হিসেবেও স্বীকার করে না। এই ব্যাপারেও কখনও কার্যকর উদ্যোগ নেয়নি আসিয়ান। এই প্রতিবেদনে এই ভূমিকারও সমালোচনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়