শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘কথার মাঝে কথা’ বন্ধ করতে ট্রাম্প-বাইডেন চূড়ান্ত বিতর্কে বন্ধ থাকবে মাইক্রোফোন

লিহান লিমা: [২] প্রথম বিতর্কের তুমুল বিশৃঙ্খলার পর মার্কিন প্রেসিডেন্ট বিতর্কের কমিটি চূড়ান্ত বিতর্কের দিন নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আয়োজকরা বলছেন, ২২ অক্টোবরের বিতর্কের দিন এক প্রার্থী কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাককে। সিএনএন/বিবিসি/গার্ডিয়ান

[৩] প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রচারণা শিবিরের ব্যবস্থাপক বিল স্টেফন এক বিবৃতিতে বলেছেন, ‘নিজেদের পছন্দের প্রার্থীকে সুবিধা দিতে পক্ষপাতদুষ্ট কমিশন শেষ মুহুর্তে বিতর্কের নিয়ম পরিবর্তন করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্ক করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

[৪]বিতর্কের বিষয়বস্তুু নিয়েও আপত্তি তোলে রিপাবলিকান শিবির। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের এই বিতর্কের বিষয় ‘কোভিড-১৯ মহামারী, ‘মার্কিন পরিবার’, ‘আমেরিকায় সম্প্রদায়’, ‘জলবায়ু পরিবর্তন’, ‘জাতীয় নিরাপত্তা’ ও ‘নেতৃত্ব’ নির্ধারণ করেছে কমিশন। ট্রাম্প শিবির বলছে, বিতর্কে ‘পররাষ্ট্রনীতি’কে বাদ দিয়ে কমিশন ডেমোক্রেট শিবিরকে সুবিধা দিচ্ছে।

[৫]বাইডেনের মুখপাত্র টিজে ডুকলো ট্রাম্প শিবিরের অভিযোগ নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘দুই শিবিরই পূর্বে একমত হয়েছিলো বিতর্কের উপস্থাপকই বিষয় নির্ধারণ করবেন। কিন্তু ট্রাম্প মহামারী নিয়ে সম্ভাব্য প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছেন।’

[৬]এর আগে প্রথম বিতর্কে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও উপস্থাপকের কথা বলার মাঝখানে বারবার কথা বলেন ট্রাম্প। একপর্যায়ে বাইডেন মেজাজ হারিয়ে ট্রাম্পকে বলেন, ‘আপনি কি মুখটা বন্ধ করবেন? এটি প্রেসিডেন্টসুলভ নয়।’

[৭]ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ায় বিতর্ক কমিশন ১৫ অক্টোবর দ্বিতীয় বিতর্ক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ট্রাম্প ভার্চুয়াল বিতর্ক করতে প্রত্যাখ্যান করেন।

[৮]আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ হবে। তবে আগাম ভোট শুরু হওয়ায় ইতোমধ্যেই ৩ কোটির বেশি মার্কিনী নিজেদের ভোট দাখিল করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়