সুস্থির সরকার: [২] নেত্রকোনার বারহাট্টায় রেললাইনের ওপর ঘুমিয়ে থাকায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন।
[৩] রোববার (১৮ অক্টোবর) রাত ভোর ৪ট ৩০মিনিটের দিকে স্বল্প দশাল এলাকার রেল লাইনে এই ঘটনা ঘটে।
[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প দশাল গ্রামে ট্রেন লাইনের কাছে মাছ ধরার জন্য সেলু মেশিন দিয়ে পুকুর সেচ দিচ্ছিল। গভীর রাতে তারা ট্রেন লাইনের উপর ঘুমিয়ে পড়েন। ভোর রাতে হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ৩ জনই নিহত হন।
[৫] নিহতরা হচ্ছে, উপজেলার স্বল্প দশাল গ্রামের মৃত মোঃ হেকিমের ছেলে স্বপন (২২) ও রিপন (২৪) এবং একই গ্রামের মৃত কুরপান আলীর ছেলে মুকলেছ (২৮)। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর সমর নিশ্চিত করেছেন।
[৬] ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ । সম্পাদনা: হ্যাপি